ব্যাংককে ঘুমন্ত নারীর কক্ষে সাপ
থাইল্যান্ডের ব্যাংককে নিজ বাড়ির কক্ষে ঘুমন্ত এক নারী অল্পের জন্য সাপের কামড় থেকে রক্ষা পেয়েছেন। সাপটি ছিলো মাঝারি সাইজের এক অজগর।
ওই নারীর ছেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, “চলতি সপ্তাহে আমার বাড়িতে এই ঘটনা ঘটেছে। আমার ঘুমন্ত মা কোনোক্রমে একটি সাপের কামড় থেকে রক্ষা পেয়েছেন। সৌভাগ্যবশত তিনি আক্রান্ত হননি।”
তিনি আরও লিখেন, “ওই আবাসিক এলাকার নিরাপত্তা রক্ষী আমাকে জানান যে, সাপটিকে অনেক আগেই ধরা হয়েছিলো। কিন্তু, উদ্ধারকারী লোকজন আসতে দেরি করায় সেটিকে একটি পানির নালায় ছেড়ে দেওয়া হয়েছিলো।”
Comments