গ্যাসের দাম বাড়বে, জানালেন প্রতিমন্ত্রী

সরকার ফের গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে এ দফায় বাসাবাড়িতে গ্যাস সংযোগের খরচ বাড়বে না।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। স্টার ফাইল ছবি

সরকার ফের গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে এ দফায় বাসাবাড়িতে গ্যাস সংযোগের খরচ বাড়বে না।

আমদানি নির্ভর এলএনজি থেকে যে লোকসান হচ্ছে সেটি সামাল দিতেই বাণিজ্যিক, শিল্প ও বিদ্যুৎ ক্ষেত্রে গ্যাসের দাম বাড়াতে চাইছে সরকার।

আজ শনিবার মিট দ্য এনার্জি রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী হামিদ বলেন, গ্যাসের দামে কিছু সমন্বয়ের জন্য আমরা একটি প্রস্তাব পাঠিয়েছি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি)। তবে দাম কত বাড়বে তা নির্ভর করবে বিইআরসি’র সিদ্ধান্তের ওপর।

গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আগামী ১১ মার্চ থেকে চার দিনের শুনানি হওয়ার কথা রয়েছে বিইআরসিতে। এর মধ্যেই নতুন করে ফের গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা এলো সরকারের তরফ থেকে।

তবে গ্যাসের দাম বাড়লেও এতে বিদ্যুতের দামে বড় প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছেন প্রতিমন্ত্রী। তিনি জানান, বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ব্যবহার বাড়ানো হবে। সেই সঙ্গে কিছু পেট্রোলিয়াম ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হবে। পেট্রোলিয়াম ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে তুলনামূলকভাবে বেশি ব্যয় হওয়ায় ও গ্যাসের ব্যবহার বাড়ানোয় সামগ্রিকভাবে তাই বিদ্যুতের দামে ন্যূনতম প্রভাব পড়বে বলেই মনে করছেন তিনি।

Comments

The Daily Star  | English
Hasina sued over shop owner's death

Hasina's extradition: India to deal with govt thru diplomatic channel

India will handle the matter of ousted prime minister Sheikh Hasina's extradition with the Bangladesh government through diplomatic channels, stated Indian external affairs minister S Jaishankar

10m ago