পাকিস্তানে মানসিক নির্যাতন করা হয়েছে অভিনন্দনকে
ভারতের বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান পাকিস্তানে আটক থাকার সময় তার ওপর মানসিক নির্যাতন চালানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে। একটি সূত্রের বরাত দিয়ে ভারতের এনডিটিভির খবরে বলা হয়েছে, পাকিস্তানের হেফাজতে ৬০ ঘন্টা থাকাকালীন তার ওপর শারীরিক অত্যাচার না হলেও মানসিকভাবে নির্যাতন করা হয়। অভিনন্দন নিজেই এই কথা জানিয়েছেন।
গত বুধবার পাকিস্তানি এফ-১৬ জঙ্গিবিমান থেকে গুলি করে অন্তত একটি ভারতীয় মিগ-২১ ভূপাতিত করা হয়। পাইলট অভিনন্দন বর্তমান প্যারাশুটে করে নেমে এসেছিলেন। নামার পরেই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের রোষানলে পড়েন তিনি। প্রাণে বাঁচতে রিভলভার থেকে ফাঁকা গুলিও ছুড়ে ঝাঁপ দেন কাছের একটি পুকুরে। পরে সেবাবাহিনীর সদস্যদের হাতে আটক হন অভিনন্দন।
পাক প্রধানমন্ত্রীর ঘোষণার পর শুক্রবার রাতে ওয়াঘা সীমান্ত দিয়ে অভিনন্দনকে ভারতের হাতে ফিরিয়ে দেওয়ার আগেই একটি ভিডিও প্রকাশ করে পাকিস্তান সরকার। যেখানে তাকে পাকিস্তান সেনাবাহিনীর পেশাদারিত্ব নিয়ে প্রশংসা করতে দেখা যায়।
ভারতে পা রাখার পর মেডিক্যাল চেক-আপের জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালেই তাকে দেখতে আসেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তানের হেফাজতে কাটানো ওই ৬০ ঘন্টার অনেক কথা প্রতিরক্ষামন্ত্রীকে জানান অভিনন্দন বর্তমান।
Comments