স্পিকারকে চিঠি, ৭ মার্চ শপথ নিতে চান মনসুর, মোকাব্বির
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার আগ্রহের কথা জানিয়ে স্পিকার শিরীন শারমিনকে চিঠি দিয়েছেন একাদশ সংসদ নির্বাচনে গণফোরাম থেকে বিজয়ী দুই নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান। আজ পৃথকভাবে দেওয়া চিঠিতে তারা আগামী ৭ মার্চ শপথ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
জাতীয় সংসদ সচিবালয়ের একটি সূত্র এই দুই নেতার চিঠির বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
গত নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হন সুলতান মনসুর। আর সিলেট-২ আসন থেকে উদীয়মান সূর্য প্রতীকে জয়ী হন মোকাব্বির খান। ঐক্যফ্রন্টের টিকিটে বিজয়ীরা কেউ শপথ নেবে না বলে বিএনপি নেতৃত্বাধীন জোটটির পক্ষ থেকে একাধিকবার জানানো হলেও গণফোরামের এই দুজন শপথ নিতে আগ্রহী ছিলেন। এ নিয়ে আলোচনার মধ্যে মোকাব্বির খান নিজেই দ্য ডেইলি স্টারকে বলেছিলেন যে তিনি দলের সিদ্ধান্ত মেনে চলবেন। আর দলের সিদ্ধান্ত হলো শপথ না নেওয়া।
নির্বাচন সামনে রেখে গত বছরের অক্টোবরে বিএনপি, গণফোরাম, জেএসডি ও নাগরিক ঐক্য মিলে রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। পরে এতে যোগ দেয় কৃষক-শ্রমিক-জনতা লীগ। নির্বাচনে গণফোরামের দুজন ও বিএনপির ছয়জন জয়ী হন।
Comments