বিএসএমএমইউ-তে ভর্তি ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউ-তে ভর্তি করা হয়েছে।
বিএসএমএমইউ-র কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান আজ (৩ মার্চ) সকালে সাংবাদিকদের বলেন, “ওবায়দুল কাদেরে এনজিওগ্রাম করা হয়েছে। এরইমধ্যে তার তিনটি ব্লক ধরা পড়েছে। একটি ওপেন করা হয়েছে।”
“সকালের চেয়ে কাদেরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পরিস্থিতি এখনও সংকটাপন্ন” উল্লেখ করে তিনি বলেন, “৭২ ঘণ্টা না গেলে এ বিষয়ে কিছু বলা যাবে না।”
এর আগে মন্ত্রণালয়ের মহাসড়ক বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের দ্য ডেইলি স্টারকে বলেন, আজ সকালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
কাদেরকে বিএসএমএমইউ-র করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-তে চিকিৎসাধীন রাখা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে, তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বিএসএমএমইউ-তে ভর্তি ওবায়দুল কাদেরকে দেখতে এসে সাংবাদিকদের জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বিদেশে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। “কাদেরের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেই বিদেশে নেওয়া হবে,” যোগ করেন তথ্যমন্ত্রী।
Comments