বৈশাখে ‘সার্কাস’ দেখাবেন জয়া

Joya Ahsan
অভিনেত্রী জয়া আহসান। ছবি: সংগৃহীত

এবার জয়া আহসান হাজির হবেন একেবারে নতুন রূপে। ‘বিউটি সার্কাস’ ছবিতে তাকে দেখা যাবে একজন সার্কাস-কন্যা হিসেবে। ছবিটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার।

সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘বিউটি সার্কাস’-এর ‘প্রথম ঝলক’। ছবিটির বেশিরভাগ দৃশ্যধারণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং মানিকগঞ্জে। টিজারের প্রথম ঝলকে কারো মুখে কোনো সংলাপ না থাকলেও বিউটি-র চরিত্রে অভিনয় করা জয়া আহসানকে ‘আই লাভ ইয়ু’ বলে চিৎকার দিতে শোনা যায়।

‘বিউটি সার্কাস’-এ কোনো স্ট্যান্টম্যান ছাড়াই ৬০ ফুট উপরে দড়ির উপর দিয়ে হাঁটতে দেখা যাবে জয়াকে।

প্রায় ১ মিনিটের এই টিজারে আরও দেখা যায় ফেরদৌস, তৌকীর আহমেদ, শতাব্দী ওয়াদুদ, এবিএম সুমন, হুমায়ূন সাধুকে।

আসছে পহেলা বৈশাখে সারাদেশে মুক্তি পাবে ‘বিউটি সার্কাস’।

Comments

The Daily Star  | English

UN says cross-border aid to Myanmar requires approval from both govts

The clarification followed Foreign Adviser Touhid Hossain's statement on Sunday that Bangladesh had agreed in principle to a UN proposal for a humanitarian corridor to Myanmar's Rakhine State

1h ago