বৈশাখে ‘সার্কাস’ দেখাবেন জয়া

এবার জয়া আহসান হাজির হবেন একেবারে নতুন রূপে। ‘বিউটি সার্কাস’ ছবিতে তাকে দেখা যাবে একজন সার্কাস-কন্যা হিসেবে। ছবিটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার।
Joya Ahsan
অভিনেত্রী জয়া আহসান। ছবি: সংগৃহীত

এবার জয়া আহসান হাজির হবেন একেবারে নতুন রূপে। ‘বিউটি সার্কাস’ ছবিতে তাকে দেখা যাবে একজন সার্কাস-কন্যা হিসেবে। ছবিটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার।

সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘বিউটি সার্কাস’-এর ‘প্রথম ঝলক’। ছবিটির বেশিরভাগ দৃশ্যধারণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং মানিকগঞ্জে। টিজারের প্রথম ঝলকে কারো মুখে কোনো সংলাপ না থাকলেও বিউটি-র চরিত্রে অভিনয় করা জয়া আহসানকে ‘আই লাভ ইয়ু’ বলে চিৎকার দিতে শোনা যায়।

‘বিউটি সার্কাস’-এ কোনো স্ট্যান্টম্যান ছাড়াই ৬০ ফুট উপরে দড়ির উপর দিয়ে হাঁটতে দেখা যাবে জয়াকে।

প্রায় ১ মিনিটের এই টিজারে আরও দেখা যায় ফেরদৌস, তৌকীর আহমেদ, শতাব্দী ওয়াদুদ, এবিএম সুমন, হুমায়ূন সাধুকে।

আসছে পহেলা বৈশাখে সারাদেশে মুক্তি পাবে ‘বিউটি সার্কাস’।

Comments

The Daily Star  | English
metro rail operations restart after suspension

Metro rail to run on Fridays

The metro rail authority also expects that trains will stop at Kazipara station from Friday as it is being prepared to resume operations

1h ago