কিছুক্ষণের মধ্যে চার্টার্ড বিমানে ঢাকা পৌঁছবেন দেবী শেঠি

Devi Shetty
কলকাতার বিমানবন্দরে ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবী শেঠি (ডানে)। ছবি: স্টার

বিএসএমএমইউ-এ ভর্তি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্যে আর কিছুক্ষণের মধ্যেই ঢাকায় পৌঁছবেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবী শেঠি। ভারতীয় সময় দুপুর সোয়া ১২টা নাগাদ তার বিশেষ বিমান রওনা দেওয়ার কথা।

ইতিমধ্যেই তাকে বাংলাদেশে যাওয়ার ভিসা প্রদান করা হয়েছে। এমনকি, কলকাতা বিমান বন্দরে তার ইমিগ্রেশনের কাজও শেষ হয়েছে। তিনি এখন বিশেষ বিমানে অবস্থান করছেন।

কলকাতা বিমানবন্দরে এটিআর (এয়ারপোর্ট ট্রাফিক রুম) থেকে সবুজ সংকেত পেলেই চার্টার্ড বিমান উড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। দেবী শেঠির সঙ্গে আরও একজন চিকিৎসক তথা তার হাসপাতালের রিজিওয়ানাল ডিরেক্টর আর ভেঙ্কাটেশও রয়েছেন।

দ্য ডেইলি স্টারকে এই তথ্যগুলো নিশ্চিত করেছেন কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের ভিসা কনসুলার মনসুর আহমদ বিপ্লব। দেবী শেঠির চার্টার্ড বিমানের ব্যবস্থা বাংলাদেশ করেনি বলে দাবি করেন উপদূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা।

এর আগে ভারতীয় সময় সকাল ১০টায় ভিসা কর্মকর্তা তার দুজন অফিস সহকারী নিয়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছে যান। কলকাতা বিমানবন্দরেরই দেবী শেঠি ও তার সহযোগীকে ভিসা দেওয়া হয় সকাল সাড়ে এগারোটা নাগাদ। বিমানবন্দরে দাঁড়য়ে এই ধরণের ভিসা দেওয়ার নজির নেই আগে।

কেনো এই তৎপরতা সেটা জানতে চাইলে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, চিকিৎসক দেবী শেঠিকে দ্রুততার সঙ্গে ঢাকা যাওয়া নিশ্চিত করতেই কলকাতার উপদূতাবাসের এই বিশেষ ব্যবস্থা। কেননা, সরকারের শীর্ষ মন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থা অত্যন্ত সংকটজনক। প্রতিটি সেকেন্ডের মূল্য এখানে অনেক। সে বিষয়টি বিবেচনা করেই দেবী শেঠিকে এই ভিসা দেওয়ার হয়। এটা উপদূতাবাসের ইতিহাসেও দৃষ্টান্ত বলে সূত্রগুলো নিশ্চিত করছে।

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

1h ago