কাদেরকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে আজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। বিএসএমএমইউ-এর উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া আজ (৪ মার্চ) দুপুর আড়াইটার পর সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।
Obaidul Qader
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। বিএসএমএমইউ-এর উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া আজ (৪ মার্চ) দুপুর আড়াইটার পর সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন। 

তিনি বলেন, “আজ যতো দ্রুত সম্ভব কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হবে।”

ডা. কনক কান্তি বড়ুয়া আরও বলেন, “গতকালের চেয়ে আজ কাদেরের শারীরিক অবস্থা কিছুটা ভালো, তার ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রয়েছে, তবে তিনি আশঙ্কামুক্ত নন।”

এর আগে, বিএসএমএমইউ-এ ভর্তি কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবী শেঠি।

দেবী শেঠি আজ বাংলাদেশ সময় ১২টা ৪৫ মিনিটে একটি বিশেষ বিমানে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেসময় তার সঙ্গে আরও একজন চিকিৎসক তথা তার হাসপাতালের রিজিওয়ানাল ডিরেক্টর আর ভেঙ্কাটেশও ছিলেন।

আরও পড়ুন:

কাদেরকে দেখছেন দেবী শেঠি

কাদেরকে দেখতে দেবী শেঠি ঢাকায়

কিছুক্ষণের মধ্যে চার্টার্ড বিমানে ঢাকা পৌঁছবেন দেবী শেঠি

জ্ঞান ফিরেছে ওবায়দুল কাদেরের

Comments

The Daily Star  | English
USAID to provide $202 million in grant to Bangladesh

USAID to provide $202 million in grant to Bangladesh

The United States Agency for International Development (USAID) will provide $202.25 million in aid to Bangladesh as part of the Development Objective Grant Agreement

1h ago