তামাক গ্রাম

দৃষ্টি যেদিকে যাবে চোখে শুধু পড়বে তামাক আর তামাক। এমন ‘বিষবৃক্ষ’ চাষের দৃশ্য লালমনিরহাটের গ্রামগুলোতে।

দৃষ্টি যেদিকে যাবে চোখে শুধু পড়বে তামাক আর তামাক। এমন ‘বিষবৃক্ষ’ চাষের দৃশ্য লালমনিরহাটের গ্রামগুলোতে।

একদিকে জমিতে বছরের পর বছর তামাক চাষের কারণে জমি হারাচ্ছে জৈবনিক শক্তি ও উর্বরতা অন্যদিকে তামাক উৎপাদন ও প্রক্রিয়াকরণে যুক্ত কৃষক পরিবারের লোকজন থাকছেন স্বাস্থ্য ঝুঁকিতে।ফুসফুসের রোগসহ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন তারা। জ্বর, সর্দি, কাশির মতো সাধারণ উপসর্গগুলো তাদের নিয়মিত সমস্যা।

কৃষি বিভাগ সাড়ে ৯ হাজার হেক্টর জমিতে তামাক চাষের খবরাখবর রাখলেও বাস্তবে চাষ হয়েছে দ্বিগুণেরও বেশি জমিতে। সেই সঙ্গে বিভিন্ন তামাক কোম্পানি কৃষকদের তামাক চাষে উৎসাহী করতে সার, বীজ ও সুদমুক্ত ঋণ সুবিধা দিচ্ছে। তাৎক্ষণিক লাভের আশায় কৃষকরাও তামাক চাষে মনোনিবেশ করছেন পরিবার পরিজন নিয়ে।

যেসব কৃষক তাদের পরিবারের সদস্যদের তামাক চাষে যুক্ত করছেন তাদের শ্রমিক মজুরী বাবদ খরচ না লাগলেও যারা শ্রমিক দিয়ে কাজ করান তাদের লাভ চলে যায় প্রায় শূন্যের কোঠায়।

তামাক চাষের কারণে জমি উর্বরতা হারিয়ে ফেলায় অন্যান্য ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। বিকল্প ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকারের কৃষি বিভাগ প্রচারণা চালালেও তা কাজে আসছে না।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে…

Comments

The Daily Star  | English

Yunus sits with BNP delegation over reform commissions

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir is leading the six-member delegation at the State Guest House Jamuna.

1h ago