পুলিশের অনুমতি না পাওয়ায় বাতিল ‘ছবিমেলা’-য় অরুন্ধতীর আলোচনা
পুলিশের অনুমতি না পাওয়ায় বাতিল করা হয়েছে ‘ছবিমেলা’-য় বুকারবিজয়ী লেখক ও বিশিষ্ট মানবাধিকার কর্মী অরুন্ধতী রায়ের আলোচনা।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা’ চলবে আগামী ৬ মার্চ পর্যন্ত। সেই উৎসবে ‘আটমোস্ট এভরিথিং’ শিরোনামে একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিলো অরুন্ধতীর।
আজ (৫ মার্চ) ভোর রাত ২টা ১৫ মিনিটে এক ফেসবুক পোস্টে ছবিমেলার পক্ষ থেকে বলা হয়, ঢাকা মহানগর পুলিশ ‘অনিবার্য কারণবশত’ তাদের অনুমতি প্রত্যাহার করেছে।
আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অরুন্ধতী রায়ের আলোচনা হওয়ার কথা ছিলো।
এ বিষয়ে যোগাযোগ করা হলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, তিনি যে নির্দেশনা পেয়েছেন তাতে বলা হয়েছে- অনিবার্য কারণবশত অনুমতি দেওয়া যাচ্ছে না।
Comments