ভারতের সাবমেরিন আটকে দিল পাকিস্তান
পাকিস্তানের সমুদ্রসীমায় অনুপ্রবেশের চেষ্টাকারী ভারতের একটি সাবমেরিনকে রুখে দেওয়া হয়েছে বলে দেশটির তরফে দাবি করা হয়েছে। পাকিস্তান নৌবাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে ডন’র খবরে বলা হয়েছে, সোমবার রাতে ভারতের ডুবোজাহাজ অনুপ্রবেশের চেষ্টা চালালে পাকিস্তানের নৌবাহিনী সফলভাবে সেটিকে প্রতিহত করে।
আজ মঙ্গলবার পাকিস্তান নৌবাহিনী তাদের দেশের সংবাদমাধ্যমকে এই কথা বলেছে। ওই মুখপাত্র বলেন, ভারতীয় ডুবোজাহাজটিকে ঠেকাতে বিশেষ কৌশল অবলম্বন করতে হয়েছে পাকিস্তান নৌবাহিনীকে।
খবরে বলা হয়, এর আগে সর্বশেষ ২০১৬ সালে ভারতের ডুবোজাহাজ পাকিস্তানের জলসীমায় অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল। সেবারও তাদের চেষ্টা প্রতিহত করা হয়েছিল।
সাগরে পাকিস্তানের রাজনৈতিক সীমানা উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত। এর পরই রয়েছে ২৯০,০০০ বর্গকিলোমিটার এক্সক্লুসিভ ইকোনমিক জোন। আন্তর্জাতিক আইন অনুযায়ী বিদেশি কোনো নৌযান এই সীমানার মধ্যে প্রবেশ করতে হলে পূর্বানুমতি নিতে হয়।
Comments