আসামে বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট বেড়া’ তৈরি শুরু করেছে ভারত
আসামে বাংলাদেশের সঙ্গে সীমান্তে ‘স্মার্ট বেড়া’ তৈরির কাজ শুরু করেছে ভারত। ব্রহ্মপুত্র নদ আসামের যে এলাকা দিয়ে প্রবেশ করেছে সেই ধুবড়ি জেলার ৬১ কিলোমিটার সীমান্তে প্রযুক্তিনির্ভর এই নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং স্মার্ট বেড়া তৈরির কাজ আজ উদ্বোধ করেছেন।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কম্পিহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় এই হাইটেক বেড়া নির্মাণ করা হচ্ছে। যেখানে এই ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে সেটি বালুচরময় এলাকা। অনেকগুলো চ্যানেলে ব্রহ্মপুত্র এদিক দিয়ে প্রবেশ করায় বর্ষাকালে সীমান্ত নজরদারি খুব কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছিল।
প্রকল্প কাজ উদ্বোধন করে রাজনাথ সিং সাংবাদিকদের বলেন, ব্রহ্মপুত্রের যে এলাকায় বেড়া দেওয়া সম্ভব নয় সেখানেই সেন্সর নির্ভর নজরদারি ব্যবস্থা তৈরি করা হচ্ছে। একারণেই একে স্মার্ট ফেন্স বা স্মার্ট বেড়া বলা হচ্ছে। এর মাধ্যমে আন্তসীমান্ত অপরাধ বা অনুপ্রবেশের ঘটনায় বিএসএফ তড়িৎ ব্যবস্থা নিতে পারবে বলে তিনি জানান।
Comments