ফের প্রস্তুত করা হচ্ছে উ. কোরিয়ার প্রধান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র

উত্তর কোরিয়ার দূর-পাল্লার একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্রে কর্মতৎপরতা লক্ষ্য করা গেছে। হ্যানয় সম্মেলনে কোন সমঝোতা না হওয়ায় পিয়ংইয়ং একটি পরীক্ষা কেন্দ্র আবারো প্রস্তুত করছে বলে ধারণা করা হচ্ছে।
North Korea
উত্তর কোরিয়ার দূর-পাল্লার একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্র। ছবি: বাসস

উত্তর কোরিয়ার দূর-পাল্লার একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্রে কর্মতৎপরতা লক্ষ্য করা গেছে। হ্যানয় সম্মেলনে কোন সমঝোতা না হওয়ায় পিয়ংইয়ং একটি পরীক্ষা কেন্দ্র আবারো প্রস্তুত করছে বলে ধারণা করা হচ্ছে।

স্যাটেলাইট থেকে তোলা ছবি বিশ্লেষণ করে মার্কিন থিংক ট্যাঙ্ক একথা জানান। খবর এএফপি’র।

ওয়াশিংটন-ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) জানায়, এই কর্মতৎপরতায় উত্তর কোরিয়ার সোহায়ে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে ঊর্ধ্বগামী ইঞ্জিন পরীক্ষা চালানোর বিষয়টি স্পষ্ট।

২০১২ এবং ২০১৬ সালে এই কেন্দ্র থেকেই পিয়ংইয়ং বিভিন্ন স্যাটেলাইট উৎক্ষেপণ করে।

আন্তর্জাতিক সম্প্রদায় এসব স্যাটেলাইট উৎক্ষেপণ ঘটনার তীব্র নিন্দা জানায়। উত্তর কোরিয়া এসব স্যাটেলাইট উৎক্ষেপণের আড়ালে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় বলে জোরালোভাবে ধারণা করা হয়।

Comments

The Daily Star  | English
Fakhrul warns against long interim govt rule

Public won't tolerate interim govt staying for a long time: Fakhrul

Elected representatives should decide what reforms are necessary, says BNP secretary general

4h ago