ওয়েলিংটনেও বাংলাদেশকে শর্ট বলে নাকাল করতে চায় কিউইরা
হ্যামিল্টন টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের দিকে ধেয়ে এলো শরীর তাক করা একের পর এক বাউন্সার। নিল ওয়েগনার, ট্রেন্ট বোল্ড টিম সাউদির এই কৌশল বেশ কাজেও দিয়েছে। বাউন্সারে হকচকিয়েই ডুবেছে বাংলাদেশের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে সৌম্য সরকার আর মাহমুদউল্লাহ রিয়াদ সেই বাউন্সারের জবাব দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠেননি। বাংলাদেশের এই দুর্বলতা জেনে ওয়েলিংটনেও একই পরিস্থিতি তৈরি করতে চান বলে রাখঢাক না রেখেই জানিয়ে দিলেন বোল্ট।
শুক্রবার ওয়েলিংটনে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ওখানকার বেসিন রিজার্ভ মাঠের বাতাসই অনেক সময় রাখে বড় ভূমিকা। তারমধ্যে বাউন্সারের পসরা নিয়েও অপেক্ষায় থাকবেন কিউই পেসাররা। কিউই পেস আক্রমণের অন্যতম অস্ত্র বোল্ট আগেভাগেই জানিয়ে দিলেন তা, ‘আমি নিশ্চিত ওরাও জানে এটাই (শর্ট বল) হবে। আমার মনে হয় এটি ভালো কৌশল (শর্ট বল, যখন নাকি উইকেটে বোলারদের জন্য খুব বেশি কিছু থাকেন না। ’
কিউই তিন পেসারের মধ্যে শর্ট বল দিয়ে বাংলাদেশকে সবচেয়ে ভুগিয়েছেন ওয়েগনার। তার যেন কৌশল একটাই, ‘অবিরাম শর্ট বল দিয়ে যাও’। বোল্টও এই পেসারের শর্ট বলে আস্থা রেখে সতর্ক করে দিলেন যেন বাংলাদেশকে, ‘আমাদের ওয়াগনার আছে যে টানা এই কৌশল কাজে লাগাতে পারে। ওটা প্রয়োগ করে আমরা সফল হয়েছি। নিশ্চিত থাকেন ওয়েলিংটনেও এটা চলবে।’
আগের টেস্টে প্রথম ইনিংসে তামিম ইকবাল ছাড়া (১২৮ বলে ১২৬) কেউ কিছুই করতে পারেননি। বাংলাদেশও গুটিয়েছে সহজেই। কিন্তু দ্বিতীয় ইনিংসে খাদের কিনারে পড়েও বাংলাদেশ দেখায় প্রতিরোধ। পঞ্চম উইকেটে ২৩৫ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার। ইনিংস হার তাতে এড়ানো না গেলেও কিউই পেসারদের ফেলা গিয়েছিল সত্যিকারের পরীক্ষায়। সেটা মনে করিয়ে চ্যালেঞ্জ জেতার আত্মবিশ্বাস জানালেন বোল্ট, ‘এটা টেস্ট ক্রিকেট, তাই সহজ হওয়ার না । আগের টেস্টে বাংলাদেশের ১০ উইকেট সবার ঘাম ঝরেছে। তবে এরকম কষ্ট করে জেতার মাঝে মজাও আছে, এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, বরাবরই চ্যালেঞ্জিং।’
Comments