ঢাকার রাস্তায় বিকল্প বাহন ‘জোবাইক’
বাইসাইকেল ভাড়া পাওয়ার ব্যবস্থা করে দিতে বাজারে এসেছে ‘জোবাইক’। কক্সবাজারে পরীক্ষামূলকভাবে এর যাত্রা শুরু হলে সফলতা পায়। এরপর, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সেবা দেয় প্রতিষ্ঠানটি। এখন তাদের দেখা যাচ্ছে ব্যস্ততম শহর ঢাকায়। রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় ৫০টি বাইসাইকেল নিয়ে শুরু হয়েছে ‘জোবাইকের’ নতুন প্রকল্প।
সেবাটি পেতে গ্রাহককে মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তারপর অ্যাকাউন্ট খুলে অ্যাপটি চালু করতে হবে। সেখানেই জানতে পারবেন কোথায় মিলবে বাইসাইকেল।
ব্যবহারকারীরা তাদের স্মার্ট ফোনে ‘জোবাইক’ এর অ্যাপ ইনস্টল করে জো-ক্রেডিট ব্যালেন্সের মাধ্যমে গ্রহণ করতে পারবেন এই সেবা। ফোনের জোবাইক অ্যাপ দিয়ে সাইকেলের ‘কিউআর কোড’ স্ক্যান করলেই খুলে যাবে লক। এই সেবায় লক খোলা থেকে বন্ধ হওয়া পর্যন্ত হিসাব করা হয় ভাড়া। ঢাকায় চালু অবস্থায় প্রতি মিনিটে ভাড়া পড়বে ১ টাকা।
বিস্তারিত দেখতে ক্লিক করুন ভিডিওটিতে
Comments