ওয়েলিংটনের আবহাওয়া আশা দেখাচ্ছে বাংলাদেশকে

২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে প্রচণ্ড বাতাস আর ঠাণ্ডায় ভুগতে হয়েছিল বাংলাদেশকে। সেবার ওয়েলিংটনে টেস্ট ছিল জানুয়ারি মাসে, এবার মার্চে। সময়ের তারতম্যের কারণে এবার ওই ভেন্যুতে বেশ মাননসই আবহাওয়া পাওয়ার কথা জানালেন তাইজুল ইসলাম। এমন আবহাওয়া থাকলে বোলার, ব্যাটসম্যান সবার কাছ থেকে ভালো কিছুর আশা দেখছেন তিনি।
Bangladesh Team Practice
ছবি: বিসিবি

২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে প্রচণ্ড বাতাস আর ঠাণ্ডায় ভুগতে হয়েছিল বাংলাদেশকে। সেবার ওয়েলিংটনে টেস্ট ছিল জানুয়ারি মাসে, এবার মার্চে। সময়ের তারতম্যের কারণে এবার ওই ভেন্যুতে বেশ মাননসই আবহাওয়া পাওয়ার কথা জানালেন তাইজুল ইসলাম। এমন আবহাওয়া থাকলে বোলার, ব্যাটসম্যান সবার কাছ থেকে ভালো কিছুর আশা দেখছেন তিনি।

২০১৭ সালের সফরে ওয়েলিংটনে একই সঙ্গে সুখস্মৃতি  আর আফসোস আছে বাংলাদেশের। প্রথম ইনিংসে সাকিব আল হাসানের ২১৭ আর মুশফিকুর রহিমের ১৫৯ রানে ৫৯৫ রান করে ৫৬ রানের লিডও নিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসের ব্যর্থতাও ওই টেস্টেও হেরেছিল ৭ উইকেটে।

এবার এই মাঠেই দলের আগেরবারের সেরা দুই পারফর্মার সাকিব ও মুশফিককে ছাড়াই নামতে হবে বাংলাদেশকে। প্রথম টেস্টে ইনিংস ও ৫২ রানে হার। দলের চোট সমস্যা মিলিয়ে সুখবর কেবল ওখানকার আবহাওয়ায়। আগেরবারের মতো হাড় কাঁপানো বাতাস নেই। যাতে অনেক আশা দেখছেন তাইজুল,  ‘যখন আগে এসেছিলাম তখন আবহাওয়া আলাদা ছিল। এখন গ্রীষ্মের জন্য এই আবহাওয়াটা। তখন বাতাস বেশি ছিল, ঠাণ্ডা ছিল। এই আবহাওয়া থাকলে বোলারদের জন্য ভাল হবে, ব্যাটসম্যানদের জন্যও ভাল হবে। এরকম আবহাওয়ায় অভ্যস্ত, হয়ত এরচেয়ে বেশি ঠাণ্ডা হলেও সমস্যা নাই।’

আবহাওয়া সুখবর দিলেও উইকেট নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ। বেসিন রিজার্ভের উইকেটে হ্যামিল্টনের চেয়ে বেশি ঘাস রাখা হয়েছে। তবে খেলার আগে এই ঘাস ছেঁটে ফেলা হবে কিনা সেটার দিকেই তাকিয়ে বাংলাদেশ, ‘আসলে আরও দুদিন বাকি আছে এখনো উইকেট দেখে মনে হচ্ছে সবুজ আছে। দুদিন পর কেমন থাকে বলা যায় না। তখন বোঝা যাবে কন্ডিশনটা আসলে কি হবে।’

দলের ভালোমন্দ নিয়ে কথা বলতে এলেও ওয়েলিংটনে তাইজুলের খেলার সম্ভাবনা কম। উইকেট হবে পেস বান্ধব, নিউজিল্যান্ডের একাদশে বাঁহাতি ব্যাটসম্যানদের ছড়াছড়ি। ৯৭ উইকেট নিয়ে মাইলফলের সামনে থাকা তাইজুলকে হয়ত অপেক্ষাই করতে হবে ১০০ উইকেটে যেতে। তবে একাদশে জায়গা পেলে নিজের করনীয় ঠিক করে রেখেছেন তিনি, ‘বিদেশের উইকেটে ঘাসের উইকেট হয়ত তখন রানটা কম দিয়ে পেস বোলারদের সাহায্য করা যায়, আর কপালে থাকলে আর উইকেট যদি আল্লাহ মিলায়ে দেন উইকেট তাহলে তো ভাল।’

 

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago