শপথ নিলেন সুলতান মনসুর
সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর।
আজ (৭ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার শপথবাক্য পাঠ করান।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীদের কাউকে সংসদে যোগ না দিতে আহ্বান জানান জোটের আহ্বায়ক ড. কামাল হোসেন। এর ফলে ঐক্যফ্রন্টের বিজয়ীরা তা মেনে নেন।
তবে, এই সাবেক আওয়ামী লীগ নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) দলীয় সিদ্ধান্ত মেনে নেননি।
আরও পড়ুন:
Comments