স্বাভাবিকভাবে কাজ করছে কাদেরের হৃদযন্ত্র: চিকিৎসক
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।
সেতুমন্ত্রীর অবস্থার উন্নতি হওয়ায় তার শরীর থেকে আইএবিপি যন্ত্র খুলে নেওয়া হয়েছে বলেও তারা জানান।
সিঙ্গাপুরে কাদেরের সঙ্গে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক আবু নাসের রিজভী মাউন্ট এলিজাবেথ হাসপাতালের লবিতে সাংবাদিকদের বলেন, কোনো কৃত্রিম সহায়তা ছাড়াই কাদেরের হৃদযন্ত্র কাজ করছে।
কাদেরের চিকিৎসার জন্যে গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান ড. ফিলিপ কোহ সুনের বরাত দিয়ে রিজভী এ কথা জানান। বলেন, “কাদেরের কিডনিও ভালোভাবে কাজ করছে।”
আগামীকাল (৮ মার্চ) সিঙ্গাপুর সময় বিকাল ৪টায় ড. ফিলিপ ব্রিফ করবেন বলেও উল্লেখ করেন রিজভী।
বিএসএমএমইউ-এ চিকিৎসার পর ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার খানিক উন্নতি হলে ভারতের বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক দেবী শেঠিকে গত ৪ মার্চ দুপুরে ঢাকায় আনা হয়। তার পরামর্শক্রমে সেদিনই বিকালে কাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, গত ২ মার্চ সকালে হঠাৎ শ্বাসকষ্টের কারণে অসুস্থ হয়ে বিএসএমএমইউ-এ ভর্তি হন সেতুমন্ত্রী।
আরও পড়ুন:
Comments