শুরু হচ্ছে মর্যাদার লড়াই

জাতীয় দলের নিয়মিত খেলা ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কারণে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আকর্ষণ এখন আর আগের মতো নেই। জৌলুস হারালেও এখনও ঘরোয়া পর্যায়ের সর্বোচ্চ মর্যাদার টুর্নামেন্ট বিবেচনা করা হয় এ টুর্নামেন্টকেই। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আবাহনী লিমিটেডের কোচ খালেদ মাহমুদ সুজনও বলছেন এমনটাই। আর চলতি মৌসুমের এ মর্যাদার লিগ শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার থেকে।
ছবি: ফিরোজ আহমেদ

জাতীয় দলের নিয়মিত খেলা ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কারণে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আকর্ষণ এখন আর আগের মতো নেই। জৌলুস হারালেও এখনও ঘরোয়া পর্যায়ের সর্বোচ্চ মর্যাদার টুর্নামেন্ট বিবেচনা করা হয় এ টুর্নামেন্টকেই। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আবাহনী লিমিটেডের কোচ খালেদ মাহমুদ সুজনও বলছেন এমনটাই। আর চলতি মৌসুমের এ মর্যাদার লিগ শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার থেকে।

শুধু মর্যাদারই নয়, প্রিমিয়ার লিগ দেশের অধিকাংশ ক্রিকেটারদের রুটিরুজির অন্যতম উৎসও বটে। তাই এর গুরুত্ব অনেক বেশি বলে মনে করেন সুজন, ‘অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে মর্যাদার কোন লীগ হয়, সেটা প্রিমিয়ার লীগ। সেটা অনেক যুগ থেকেই চলছে। সবসময়ই আবাহনী মোহামেডান দুইটি দলের জন্য খুব মর্যাদার হয় কারণ অনেক বছর ধরে এরা খেলছে। পাশাপাশি এখন তো অনেক দল উঠে এসেছে। সবার জন্যই খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সবচেয়ে মর্যাদার কিন্তু আমি ঢাকা লীগকেই ধরি।’

কদিন আগেই অবশ্য প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি একটি টুর্নামেন্ট হয়। তার রেশ কাটতে না কাটতেই এবার শুরু ওয়ানডে সংস্করণের খেলা। প্রথম দিনে মাঠে নামছে ছয়টি দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী খেলবে এবার প্রথম বিভাগ থেকে উঠে আসা বিকেএসপির বিপক্ষে। ফতুল্লায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিপক্ষ আরেক নবাগত দল উত্তরা স্পোর্টিং ক্লাব, বিকেএসপিতে মুখোমুখি হবে লিজেন্ডস অর রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন।

বরাবরের মতো এবারও ১২টি দল নিয়ে শুরু হচ্ছে এ টুর্নামেন্ট। এবারের আসরে অংশ নেয়া দলগুলো হলো- আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, উত্তরা স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

প্রথম তিন রাউন্ডের সূচি:

প্রথম রাউন্ড

৮ মার্চ  আবাহনী লিমিটেড - বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান (বিকেএসপি)

৮ মার্চ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড - উত্তরা স্পোর্টিং ক্লাব

৮ মার্চ লিজেন্ডস অব রূপগঞ্জ - ব্রাদার্স ইউনিয়ন

৯ মার্চ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব - শাইনপুকুর ক্রিকেট ক্লাব

৯ মার্চ খেলাঘর সমাজ কল্যাণ সমিতি - প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব

৯ মার্চ গাজী গ্রুপ ক্রিকেটার্স - মোহামেডান স্পোর্টিং ক্লাব

দ্বিতীয় রাউন্ড

১১ মার্চ আবাহনী লিমিটেড - উত্তরা স্পোর্টিং ক্লাব

১১ মার্চ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড -ব্রাদার্স ইউনিয়ন

১১ মার্চ লিজেন্ডস অব রূপগঞ্জ - শাইনপুকুর ক্রিকেট ক্লাব

১২ মার্চ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব - প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব

১২ মার্চ খেলাঘর সমাজ কল্যাণ সমিতি - মোহামেডান স্পোর্টিং ক্লাব

১২ মার্চ গাজী গ্রুপ ক্রিকেটার্স - বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান (বিকেএসপি)

তৃতীয় রাউন্ড

১৪ মার্চ আবাহনী লিমিটেড - ব্রাদার্স ইউনিয়ন

১৪ মার্চ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড - শাইনপুকুর ক্রিকেট ক্লাব

১৪ মার্চ লিজেন্ডস অব রূপগঞ্জ - প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব

১৫ মার্চ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব - মোহামেডান স্পোর্টিং ক্লাব

১৫ মার্চ খেলাঘর সমাজ কল্যাণ সমিতি - গাজী গ্রুপ ক্রিকেটার্স

১৫ মার্চ উত্তরা স্পোর্টিং ক্লাব - বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান (বিকেএসপি)।

Comments