জহুরুলের সেঞ্চুরিতে জিতল আবাহনী
ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার জহুরুল ইসলাম অমি। তবে গত বাংলাদেশ প্রিমিয়ার লিগটা (বিপিএল) ভালো যায়নি তার। তাতে অনেকেই এ উইকেটরক্ষক ব্যাটসম্যানের শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু এখনও যে ফুঁড়িয়ে যাননি তার প্রমাণ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম ম্যাচেই রাখলেন তিনি। তুলে নিলেন অনবদ্য হার না মানা এক সেঞ্চুরি। আর তার সেঞ্চুরিতে ভর করেই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) বিপক্ষে ৬০ রানের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আবাহনী। শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ৫৩ রানেই আউট প্রথম সারির চার ব্যাটসম্যান। তবে এক প্রান্তে অনড় ছিলেন জহুরুল। পঞ্চম উইকেট সাইফউদ্দিনের সঙ্গে দলের হাল ধরেন তিনি। গড়েন ১১২ রানের দারুণ এক জুটি। এ জুটিতেই লড়াইয়ের পুঁজি পায় দলটি। জুটি ভাঙার পর আবার নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২১৬ রানের বেশি করতে পারেনি তারা।
এক প্রান্তে ব্যাটসম্যানরা আসা যাওয়ার মিছিলে থাকলেও শেষ পর্যন্ত লড়াই করেছেন জহুরুল। লিস্ট এ ক্রিকেটের তৃতীয় সেঞ্চুরি তুলে খেলেছেন ১২১ রানের ইনিংস। ১৪৭ বলে ১৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে এ রান করেছেন তিনি। সাইফউদ্দিনের ব্যাট থেকে আসে ৫৫ রান। ৮০ বলে ৬টি চারের সাহায্যে এ রান করেন এ অলরাউন্ডার। এ দুই ব্যাটসম্যান ছাড়া দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন কেবল অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত (১৩)।
বিকেএসপির পক্ষে ৩৯ রানের খরচায় ৩টি উইকেট পেয়েছেন আবু নাসের। হাসান মুরাদ পান ২টি উইকেট।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ধুঁকতে থাকে বিকেএসপি। নিয়মিত উইকেট হারানোয় গড়ে ওঠেনি বলার মতো কোন জুটি। দলের পক্ষে সর্বোচ্চ ৩8 রান করে অপরাজিত থাকেন আব্দুল কাইয়ুম। এছাড়া ওপেনার রাতুল খনাএর ব্যাট থেকে আসে ৩৭ রান।আবাহনীর পক্ষে এদিন দারুণ বোলিং করেছেন নাজমুল ইসলাম অপু। ৩০ রানের খরচায় তুলে নিয়েছেন ৩টি উইকেট। সানজামুল পান ২টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
আবাহনী লিমিটেড: ৫০ ওভারে ২১৬/৯ (জহুরুল ১২১*, সিলভা ৭, শান্ত ০, মোসাদ্দেক ১৩, সাব্বির ২, সাইফউদ্দিন ৫৫, জাহিদ ৯, সানজামুল ১, রুবেল ৪, আরিফুল ০, অপু ০*; সুমন ১/৪৯, নাসের ৩/৩৯, কাইয়ুম ০/৩৪, মুরাদ ২/৫৪, নওশাদ ১/২৯, শামিম ০/১০)।
বিকেএসপি: ৪০.৫ ওভারে ১৫৬ (রাতুল ৩৭, ইমন ৫, জয় ৪, আমিনুল ৮, আকবর ৩, শামিম ১৮, কাইয়ুম ৩৮* নওশাদ ৩, সুমন ১০, মুরাদ ১, নেসার ১২; সাইফউদ্দিন ১/১২, রুবেল ১/২০, মোসাদ্দেক ১/২৮, আরিফুল ১/১৭, অপু ৩/৩০, সানজামুল ২/৪১, সাব্বির ১/৩)।
ফলাফল: আবাহনী লিমিটেড ৬০ রানে জয়ী।
Comments