রোহিঙ্গাদের অর্থ সহায়তার প্রস্তাব দেয়নি চীন
মিয়ানমারে স্বেচ্ছায় ফিরে যাওয়ার জন্য রোহিঙ্গাদের নগদ অর্থ দেওয়ার প্রস্তাব দেয়নি চীন। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের এক কর্মকর্তা ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম বেনারনিউজকে এই তথ্য জানিয়েছেন।
এর আগে, ওই সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মিয়ানমারের রাখাইনে স্বেচ্ছায় ফিরে গেলে রোহিঙ্গাদের প্রতি পরিবারকে ৬ হাজার ডলার করে অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন।
গতকাল প্রকাশিত এই খবরে বলা হয়, চীন সরকারের এশিয়া বিষয়ক দূত সুন গোজিয়াং গত ৩ মার্চ রোহিঙ্গাদের মধ্যে ১৫ জন পুরুষ ও ১৪ জন নারীর সঙ্গে বৈঠক করেন। খবরের সূত্র হিসেবে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যান রাইটস নামের একটি বেসরকারি সংস্থার মহাসচিব ছৈয়দ উল্লাহকে উদ্ধৃত করেছে বেনারনিউজ।
খবরে বলা হয়, এই বৈঠকের ব্যাপারে জানতে চেয়ে চীনের ঢাকাস্থ দূতাবাসে ই-মেইল পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি। তবে, বেনারনিউজের কাছে সভার একটি ভিডিও রয়েছে। ভিডিওতে চীনা প্রতিনিধিদলটিকে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে দেখা যায়।
তবে, বেনার নিউজের এক ই-মেইল বার্তার উত্তরে ভেরা হু নামে ঢাকাস্থ চীনা দূতাবাসের ওই কর্মকর্তা বলেন, “আমি ওই ভিডিওটি দেখিনি। সুতরাং তারা চীনের কর্মকর্তা কী না বলতে পারছি না।”
“আমি নিশ্চিত করছি যে, রোহিঙ্গাদের ফিরে যেতে কোনো ধরনের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেয়নি চীন”, যোগ করেন তিনি।
ভেরা হু বলেন, “রাখাইনে নির্মিত বাড়িতে যেতে যেসব রোহিঙ্গারা অস্বীকৃতি জানিয়েছে, সেইসব রোহিঙ্গাদের জন্য মিয়ানমার সরকারের পক্ষ থেকেই এই অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।”
(সংক্ষেপিত, পুরো রিপোর্ট পড়তে নিচের ইংরেজি লিংকে ক্লিক করুন)
Comments