ভারতের মাঠে তাহলে শেষ ওয়ানডে খেলে ফেললেন ধোনি?
নিজ শহর রাঁচিতে তৃতীয় ওয়ানডেতে বড় কিছু করতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। ২৬ রান করে তার আউটের সময় স্তব্ধ হয়ে যায় গ্যালারিও। নিজ শহরে ভারতের জার্সি গায়ে এটিই হয়ত শেষ ছিল। তবে এটি দেশের মাঠেই তার শেষ ওয়ানডে হতে পারে। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে শেষ দুই ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে।
ভারতের সহকারি কোচ সঞ্জয় বাঙ্গার জানান, শেষ দুই ওয়ানডেতে বিশ্রামে থাকবেন ধোনি। তার বদলে ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত। কদিন থেকেই আগ্রাসী ব্যাটসম্যান পান্ত চাপ বাড়াচ্ছেন ধোনির উপর।
বিশ্বকাপের আগে আর দুটি ওয়ানডে আছে ভারতের। মাত্র তিন ওয়ানডে খেলা পান্ত নিজেকে প্রমাণের জন্য পাচ্ছেন এই দুই ম্যাচ। অধিনায়ক কোহলি ও নির্বাচক শ্রীকান্ত প্রাসাদ আগেই জানিয়েছে বিশ্বকাপ দলেও বিবেচনায় আছেন পান্ত।
৩৭ বছর বয়সী সাবেক অধিনায়ক ধোনি বিশ্বকাপ দিয়েই ইতি বিদায় পারেন আন্তর্জাতিক ক্রিকেটকে। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও উঠে আসা তরুণদের চাপ অভিজ্ঞ ধোনিকে সে পথেই নিয়ে যাচ্ছে বলে ভারতীয় গণমাধ্যমের খবর।
ধোনি ছাড়াও ওয়ার্কলোড কমাতে চোট পাওয়া মোহাম্মদ শামীকেও বিশ্রাম দেওয়া হয়েছে। চোট কাটিয়ে তার জায়গায় ফিরছেন ভুবনেশ্বর কুমার।
Comments