নসরুল হামিদের ফেসবুক পেজ হ্যাক!
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ফেসবুক পেজ হ্যাক হয়েছে বলে তার মন্ত্রণালয়ের ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ৩টা ২২ মিনিটে মন্ত্রণালয়ের ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দিয়ে প্রতিমন্ত্রীর ভেরিফাইড পেজ হ্যাক হওয়ার কথা বলা হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাত ১টা ৩৯ মিনিটে নসরুল হামিদের পেজ থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। যা নিয়ে প্রতিমন্ত্রীর পেজের অনুসারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এর পরই হ্যাকিংয়ের কথা উল্লেখ করে মন্ত্রণালয়ের পেজ থেকে স্ট্যাটাস দেওয়া হয়।
মন্ত্রণালয়ের পেজ থেকে দেওয়া স্ট্যাটাসের নিচে মন্তব্য করে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ নসরুল হামিদের পেজ হ্যাক হওয়ার কথা নিশ্চিত করেছেন। সেই সঙ্গে তিনি প্রতিমন্ত্রীর পেজের অনুসারীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।
Comments