ব্যাটে-বলে ঝলক দেখিয়ে দলকে জেতালেন আরিফুল
মিডিয়াম পেসে খেলাঘরকে ধসিয়ে দিয়েছিলেন আরিফুল হক, লেগ স্পিনে কোমর ভেঙে দেন অলক কাপালীও। কিন্তু মামুলি লক্ষ্য পেয়েও হারতে বসেছিল প্রাইম ব্যাংক। দলের ভীষণ প্রয়োজনে ব্যাট হাতেও ত্রাতা হয়ে হিরো বনেছেন আরিফুল হক।
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচটা দারুণ জম্পেশ হয়েছে প্রাইম-খেলাঘরের। খেলাঘর সমাজ কল্যাণ সমিতির দেওয়া ১৯৫ রান তাড়া করে মাত্র ২ উইকেটে জিতেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দলকে জেতাতে বল হাতে ২৪ রানে ৪ উইকেট নেওয়ার পর ৩২ রানের হার না মানা ইনিংস খেলে ম্যাচ সেরা আরিফুল।
সকালে টস জিতে খেলাঘরকে ব্যাট করতে দিয়েছিলেন প্রাইম অধিনায়ক এনামুল হক বিজয়। আল-আমিন হোসেন আর আরিফুল হক শুরুতেই তুলে নেন খেলাঘরের দুই ওপেনারকে।
ওয়ানডাউনে নামা অমিত মজুমদার, ভারতীয় অশোক মানেরিয়া কিছুটা রান পেলেও তাদের টিকতে দেননি অলক কাপালী, আব্দুর রাজ্জাকরা। তবে কাজের কাজ করেছেন আরিফুলই। মিডিয়াম পেস বল করে খেলাঘরকে মুড়ে দেন তিনি। লেগ স্পিন দিয়ে ২০ রানে ৩ উইকেট নিয়ে অলকও রেখেছেন বড় অবদান।
১৯৬ রান তাড়ায় জুতসই শুরুর পর পথ হারায় প্রাইম। দলের ৬৩ রানে ফেরেন অধিনায়ক এনামুল। তবে আরেক ওপেনার রুবেল মিয়া দিচ্ছিলেন আস্থার ছবি। তিনি ফেরার পর মড়ক লাগে প্রাইমের ইনিংসে, ধসে নামে মিডল অর্ডারে। এক প্রান্তে উইকেট খোয়ানোর স্রোতের মাঝে দাঁড়িয়ে দলকে বাঁচান আরিফুল। ৫১ বলে ৩২ রানের কার্যকর ইনিংসে পার করে কঠিন পথ।
সংক্ষিপ্ত স্কোর:
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ৪৬.৫ ওভারে ১৯৫ (রবিউল ১৬, অঙ্কন ৪, অমিত ৩৬, ইফতেখার ১৯, মানেরিয়া ৩৫, নাজিমুদ্দিন ২৯, মইনুল ০, মাসুম ১৭, রবিউল ১৪*, ইরফান ১, তানবীর ৫; মোহর ০/৪২, আল-আমিন ১/২৭, আরিফুল ৪/২৪, নাহিদুল ০/৩২, আল-আমিন ০/১৬, রাজ্জাক ১/২৮, অলক ৩/২০)
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৪৭ ওভারে ১৯৬/৮ ( এনামুল ৩৭, রুবেল ৪৬, সুদীপ ১৪, জাকির ৬, আল-আমিন জুনিয়র ১২, আরিফুল ৩২*, অলক ৪, নাহিদুল ৩১, মোহর ৬, রাজ্জাক ১; রবিউল ২/৪০, তানবীর ০/৩২, ইরফান ৩/৪০, মাসুম ১/২৬, ইফতিখার ১/২১, রবিউল ১/১৬, মইনুল ০/১৪, মানেরিয়া ০/৬)
ফল: প্রাইম ব্যাংক ২ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আরিফুল হক।
Comments