মৌচাকে আনারকলি মার্কেটে আগুন
রাজধানীর মৌচাকে আনারকলি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বিকেলে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের একটি সূত্র দ্য ডেইলি স্টারকে জানায়, বিকেল ৫টা ২০ মিনিটে পাঁচ তলা ভবনটির চতুর্থ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় ৫টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
রমনা থানার ওসি কাজি মাইনুল ইসলাম চার তলায় বেডিংয়ের দোকান থেকে আগুন লাগে। দোকানের মালামাল পুড়ে গেছে। এতে কেউ হতাহত হননি।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Comments