ডাকসু নির্বাচন: তালিকায় নাম থাকলেই ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবায়ন করা পরিচয়পত্র না থাকলেও ডাকসু নির্বাচনে ভোট দিতে পারবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকলেই ভর্তির রসিদ বা এ ধরনের যেকোনো প্রমাণপত্র দেখিয়ে ভোট দেওয়া যাবে।
আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান।
তিনি বলেন, হল আইডি কার্ড নবায়ন করা কোনো বিষয় না। চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তারাই ভোট দিতে পারবেন। তবে সে যে ওই হলের ছাত্র তার একটা প্রমাণ সঙ্গে রাখতে হবে। সেক্ষেত্রে পেইং স্লিপ বা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড রাখাই উচিত।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অনাবাসিক শিক্ষার্থীদের অনেকেরই হল পরিচয়পত্র নেই। অনেকের পরিচয়পত্র থাকলেও নবায়ন করা নেই। এতে অনেকেই ভোট দিতে পারবেন কি না তা নিয়ে হতাশায় ছিলেন।
এ বিষয়ে ঢাবির জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেলওয়ার হোসেন বলেন, চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকলে হল আইডি কার্ড জরুরি বিষয় নয়। তবে সে যে হলের তার একটা ডকুমেন্ট থাকতে হবে।
Comments