ঘাসে ভরা উইকেটে আগে ব্যাট করতে হচ্ছে বাংলাদেশকে
বৃষ্টিতে প্রথম দুদিন এক বলও হয়নি, হতে পারেনি টসও। ঘাসে ভরা ভেজা উইকেটে টস জেতাটা ছিল ভীষণ দরকার। কিন্তু সে ভাগ্য আসেনি বাংলাদেশের পক্ষে। এমন বিরূপ কন্ডিশনে টস হেরে নামতে হয়েছে ব্যাটিংয়ে।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভের উইকেট বরাবরই থাকে পেসার বান্ধব। উইকেটে ঘাস থাকলেও বল ব্যাটে আসায় রানও উঠে ভালো। তবে এমন উইকেটে সিক্ত আবহাওয়ায় কিউই পেসারদের সামলানো বেশ কঠিন।
প্রথম দুদিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় তিন দিনের ম্যাচে পরিণত হওয়া এই ম্যাচে নিউজিল্যান্ড টস জিতে বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলতে তাই কোন দ্বিধাই করেনি। চোট সমস্যা থাকলেও বাড়তি দুদিন পাওয়ায় পুরো সেরে উঠেই নেমেছেন তামিম ইকবাল।
আগের টেস্টের একাদশের সঙ্গে পরিবর্তন আছে দুটি। অনুমিতভাবেই ফিরেছেন পেসার মোস্তাফিজুর রহমান। তাকে জায়গা দিতে বাইরে রাখা হয়েছে খালেদ আহমেদকে। আগের টেস্টে বাজে বল করা মেহেদী হাসান মিরাজও বাদ পড়েছেন। তার জায়গায় এই টেস্ট খেলছেন ১০০ উইকেটের সামনে থাকা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, লিটন দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, মুস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন।
নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম, জিত রাভাল, কেন উইলিয়ামসন, রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, টিম সাউদি, নিল ওয়েগনার, ট্রেন্ট বোল্ট।
Comments