৭৮ উপজেলায় নির্বাচন চলছে
প্রথম ধাপে দেশের ১২ জেলার ৭৮ উপজেলায় আজ (১০ মার্চ) নির্বাচন চলছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে তা কোনো বিরতি ছাড়া চলবে বিকাল ৪টা পর্যন্ত।
গণমাধ্যমের খবরে জানা যায়, বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুবই কম।
নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। পাশাপাশি সেসব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
নির্বাচন কমিশন প্রথম ধাপে ৮৭ উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করলেও ৭৮ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আজকের নির্বাচনে ১ কোটি ৪২ লাখ ভোটার ভোট দিবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করছে।
Comments