নিউজিল্যান্ডের মাঠে বিরল অর্জন তামিম-সাদমান জুটির

নিউজিল্যান্ডের মাঠে পেসাররা বরাবরই পান স্যুয়িং। নতুন বলে সেই স্যুয়িং হয় বিষাক্ত। সফরকারী দলগুলো তাই কখনই ধারাবাহিকভাবে উদ্বোধনী জুটিতে পায় না ভালো শুরু। এবার তামিম ইকবাল আর সাদমান ইসলাম মিলে টানা তিন ইনিংসে পেলেন ফিফটির জুটি। আর এতে হয়ে গেছে এক বিরল কীর্তিও।
Tamim Iqbal & Shadman Islam
ছবি: বিসিবি

নিউজিল্যান্ডের মাঠে পেসাররা বরাবরই পান স্যুয়িং। নতুন বলে সেই স্যুয়িং হয় বিষাক্ত। সফরকারী দলগুলো তাই কখনই ধারাবাহিকভাবে উদ্বোধনী জুটিতে পায় না ভালো শুরু। এবার তামিম ইকবাল আর সাদমান ইসলাম মিলে টানা তিন ইনিংসে পেলেন ফিফটির জুটি। আর এতে হয়ে গেছে এক বিরল কীর্তিও। 

হ্যামিল্টনের দুই ইনিংসে ৫৭ আর ৮৮ রানের জুটি গড়ার পর ওয়েলিংটনের প্রথম ইনিংসে প্রায় ২১ ওভার ব্যাট করে ৭৫ রানের জুটি আসে দুজনের মধ্যে। ১৯৩০ সাল থেকে নিউজিল্যান্ডে হওয়া টেস্ট সিরিজের মধ্যে কোন সফরকারী দলের ওপেনিং জুটি এই নিয়ে মাত্র দ্বিতীয়বার করতে পারল টানা তিন ফিফটি। 

সর্বশেষ ও এর আগের একমাত্র হওয়া জুটিটিও ২০ বছর আগে। ১৯৯৯ সালে দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেন ও হার্শেল গিবস ৭৬, ১২৭ ও ৭৩ রানের জুটি গড়তে পেরেছিলেন। 

টেস্টে বরাবরই ওপেনিং জুটি নিয়ে ভুগতে থাকা বাংলাদেশ এর আগে টানা তিন ইনিংসে ফিফটির জুটি পেয়েছে আরও দুবার। সেই দুবারও তামিমই ছিলেন এক প্রান্তে। ২০১০ সালে ইংল্যান্ড সফরে তার সঙ্গে ইমরুল কায়েসের জুটিতে এসেছিল ৮৮, ১৮৫ ও ১২৬। ২০১৭ সালে তামিম টানা তিন ফিফটির জুটি করেন সৌম্য সরকারের সঙ্গে। শ্রীলঙ্কা সফরে গল টেস্টে ১১৮ ও ৬৭ রানের জুটির পর পি সারা ওভালের প্রথম ইনিংসে এই জুটিতে রান আসে ৯৫। 

তবে ওয়েলিংটনে এদিন সবুজ গালিচায় উদ্বোধনী জুটিতে দারুণ শুরুটাও হেলায় হাতছাড়া করেছে বাংলাদেশ। তামিম-সাদমানের জুটি ভাঙার পর ধসেছে মিডল অর্ডার। ধুঁকতে ধুঁকতে পরে অলআউট হয়েছে ২১১ রানে।  

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

12m ago