বিএসএমএমইউ’তে ভর্তি হতে অনীহা খালেদার
বিএনপি কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তির সকল প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হলেও, সেখানে যাওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করায় আজ আর তাকে হাসপাতালে আনা হচ্ছে না।
আজ (১০ মার্চ) দুপুর ১টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংকালে বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল-হারুন জানান, “হাসপাতালে ভর্তির ব্যাপারে অনীহা প্রকাশ করায় আজ খালেদা জিয়াকে এখানে আনা হবে না।”
তিনি বলেন, “এর আগে, কারা কর্তৃপক্ষ জানিয়েছিলো, রবিবার বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে ভর্তি করা হবে। এজন্য হাসপাতালের কেবিন প্রস্তুত করাও হয়েছিলো। কিন্তু, পরবর্তীতে তারা জানান, বিএসএমএমইউতে আজ তাকে নেওয়া হচ্ছে না।”
রবিবার সকালে আদালতের নির্দেশনা ও মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী অসুস্থ খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিলো কর্তৃপক্ষ।
এ উপলক্ষে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার ও হাসপাতালের আশেপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
গত ৪ মার্চ খালেদার জিয়ার স্বাস্থ্যের অবস্থা ও তার উন্নত চিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন দলটির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি আমলায় দোষী সাব্যস্ত হয়ে গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
Comments