ঘাসের উইকেটে নয়, মন্থর উইকেটই সমস্যা

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম ম্যাচটা বেশ সংগ্রাম করেই জিততে হয়েছে চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে। তাও কি না প্রথম বিভাগ থেকে উঠে আসা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) বিপক্ষে। ঘাসের উইকেটে ব্যাটিং করতেই হিমশিম খেয়েছেন ব্যাটসম্যানরা। তবে দলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত অবশ্য এমনটা মানছেন না। মন্থর উইকেটকে কাঠগড়ায় তুলেছেন তিনি।
ফাইল ছবি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম ম্যাচটা বেশ সংগ্রাম করেই জিততে হয়েছে চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে। তাও কি না প্রথম বিভাগ থেকে উঠে আসা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) বিপক্ষে। ঘাসের উইকেটে ব্যাটিং করতেই হিমশিম খেয়েছেন ব্যাটসম্যানরা। তবে দলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত অবশ্য এমনটা মানছেন না। মন্থর উইকেটকে কাঠগড়ায় তুলেছেন তিনি।

ঘাসের উইকেটে ক্রিকেট খেলে খুব একটা অভ্যস্ত নয় বাংলাদেশের খেলোয়াড়রা। তাই এমন উইকেটে ভোগাটাই স্বাভাবিক। অন্যদিকে মন্থর উইকেটে প্রায় নিয়মিত বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু তারপরও এটাকেই লো স্কোরিং ম্যাচের কারণ বলছেন মোসাদ্দেক, ‘না, আসলে ঘাসটা যেটা ছিল ওইটা খুব একটা সমস্যা করেনি। উইকেট একটু মন্থর ছিলো। যার কারণে আপনারা দেখেছেন পরের ইনিংসেও একই অবস্থা হয়েছে। বিকেএসপি যখন ব্যাটিং করেছে ওরাও ১৫৬ রানে অলআউট হয়ে গেছে।’

বিকেএসপির বিপক্ষে প্রথম ম্যাচে ৬০ রানের জয় পেয়েছে আবাহনী। তবে নবাগত এ দলটিকে মাত্র ২১৭ রানের লক্ষ্য দিতে পেরেছিল দলটি। তাও এক প্রান্তে হার না মানা দারুণ এক সেঞ্চুরি করেছেন জহুরুল ইসলাম অমি। খেলেছেন অপরাজিত ১২১ রানের ইনিংস। অন্যথায় বড় ভোগান্তিতে পড়তে হতো দলটিকে। তবে ছোট লক্ষ্য তাড়ায় সুবিধা করে উঠতে পারেনি বিকেএসপিও। আর এ বিষয়টিকেই তুলে ধরলেন মোসাদ্দেক।

শুধু সে ম্যাচই নয়, প্রথম রাউন্ডের ছয়টি ম্যাচই এক প্রকার লো স্কোরিং ম্যাচ হয়েছে। তবে নিজেদের ব্যর্থতাকেও এড়িয়ে যাচ্ছেন না অধিনায়ক, ‘এখনো যে কয়টা উইকেটে খেলা হয়েছে সবক’টিই মন্থর আছে। সবগুলো ম্যাচেই লো স্কোরিং ম্যাচ হচ্ছে। আমরা টপ অর্ডার থেকে ভেঙে পড়েছি। আমার মনে হয়, আমাদের দায়িত্বটা আরো বেশি নেয়া উচিত ছিলো।’

আগামীকাল সোমবার প্রথম বিভাগ থেকে উঠে আসা আরেক দল উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামবে আবাহনী। নিজেদের প্রথম ম্যাচে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে চমক দেখিয়েছে নবাগত দলটি। তাই তাদের বিপক্ষে দারুণ সতর্ক হলেও আত্মবিশ্বাসী মোসাদ্দেক, ‘উত্তরা ভালো দল, ভালো খেলছে। ভালো জিতেছে। আমরাও একটা ভালো ম্যাচ জিতেছি। যত স্কোরই করি না কেন ওইটুকুর মধ্যেই আমরা ভালো ভাবে জিতেছি।’

Comments