২৮ বছর পর ডাকসু নির্বাচনে ঢাবি শিক্ষার্থীরা
দীর্ঘ ২৮ বছর পর আজ (১১ মার্চ) নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে ভোট দেওয়া শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
সকাল ৮টা থেকে শুরু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কোনো বিরতি ছাড়া চলবে দুপুর ২টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪৩ হাজার শিক্ষার্থী কেন্দ্রীয় সংসদ ও আবাসিক হলগুলোতে তাদের প্রতিনিধিদের নির্বাচিত করতে ভোট দিবেন বলে আশা করা হচ্ছে।
Comments