টেইলরের ডাবল সেঞ্চুরিতে বিশাল লিড নিয়ে ইনিংস ছাড়ল কিউইরা

Ross Taylor
ছবি: এএফপি

দুবার জীবন পেয়ে দুর্বার হয়ে উঠা রস টেইলর ডাবল সেঞ্চুরি, হেনরি নিকোলাসের সেঞ্চুরিতে বিশাল লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। 

ওয়েলিটং টেস্টের চতুর্থ দিনে চা-বিরতির পর ৬ উইকেটে ৪৩২ রান তুলে ইনিংস ছেড়ে দেয় স্বাগতিকরা। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২১১ রানের থেকে তাই তারা লিড পেয়েছে ২২১ রানের। 

নিউজিল্যান্ডকে এতবড় লিড পাইয়ে দিতে সবচেয়ে চওড়া ছিল টেইলরের ব্যাট। ২১২ বলে ১৯ চার আর ৪ ছক্কায় ঠিক ২০০ রান করেছেন তিনি। ১০৭ রানের ইনিংস এসেছে হেনরি নিকোলাসের ব্যাট থেকে। অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ৭৪ রান। 

এ দিন দিনের খেলার শুরুতেও আগের দিনের ঝাঁজ ধরে রেখেছিলেন আবু জায়েদ রাহি। তার বলে শুরুতেই দুবার ক্যাচ উঠে রস টেইলরের, দুবারই তা নিতে পারেননি ফিল্ডাররা। সেই টেইলরই ম্যাচ নিয়ে যান বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে। 

অথচ দিনের একদম শুরুতে টেইলরকে কাবু করে ফেলেছিলেন রাহি। তার বলে ২০ রানে থাকা টেইলর প্রথমে শর্ট কাভারে ক্যাচ উঠিয়েছিলেন। তা নিতে পারেননি মাহমুদউল্লাহ। এর এক বল পরেই দ্বিতীয় স্লিপে টেইলরের ক্যাচ ফেলে দেন সাদমান ইসলাম। ওই ওভারে শেষ বলেও কোনমতে বেঁচেছিলেন পরাস্ত হওয়া এই ব্যাটসম্যান। 

শুরুর এই জড়তা সময়ের সঙ্গেই কেটে যায় তার। ধীরে ধীরে মেলতে থাকেন ডানা, বাড়াতে থাকেন রান। চার-ছয়ে দ্রুত রান বাড়িয়ে বাংলাদেশকে রাখেন ব্যস্ত। 

তৃতীয় উইকেটে উইলিয়ামসনের সঙ্গে তার ১৭২ রানের জুটিতেই সর্বনাশ হয়ে যায় বাংলাদেশের। ৭৪ করা উইলিয়ামসনকে ফিরিয়ে তাইজুল ইসলাম সে জুটি ভাঙলেও হেনরি নিকোলাসের সঙ্গে জমে যায় টেইলরের আরেক জুটি। চতুর্থ উইকেটে ২১৬ রানের জুটিতে বাংলাদেশের হতাশা কয়েকগুণ বাড়ান দুজন। বড় জুটিতে তারা রানও তুলেছেন দ্রুতলয়ে। ২০০ রান করে টেইলর আর ১০৭ রান করে নিকোলাস আউট হওয়ার পর আর বেশিক্ষণ ব্যাট না করে ইনিংস ছেড়ে দেয় কিউইরা। 

দিনের শেষ সেশন ছাড়াও টেস্টের বাকি আছে পুরো একদিন। ২২১ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করতে যাওয়া বাংলাদেশের তাই টেস্ট বাঁচানোও এখন বড় চ্যালেঞ্জের। 

সংক্ষিপ্ত স্কোর: 

বাংলাদেশ প্রথম ইনিংস: ২১১

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৮৪.৫ ওভারে ৪৩২/৬ (আগের দিন ৩৮/২) (উইলিয়ামসন ৭৪, টেইলর ২০০, নিকোলস ১০৭, গ্র্যান্ডহোম ২৩*, ওয়েটলিং ৮; জায়েদ ৩/৯৪, ইবাদিত ০/৮৪, মোস্তাফিজ ১/৭৪, সৌম্য ০/৩৫,  তাইজুল ২/৯৯, মুমিনুল ০/৪১)

নিউজিল্যান্ডের লিড- ২২১ রান। 

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Muhammad Yunus yesterday instructed all relevant authorities to complete preparations by December for the upcoming national election.

1h ago