কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ শুরু

Kuwait Maitree Hall
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে সিলযুক্ত ব্যালটের একটি ব্যাগ পাওয়ার ঘটনায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি: পলাশ খান

নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ (১১ মার্চ) সকাল ১১টা ১০ মিনিটের দিকে ভোটগ্রহণ শুরু হয় এবং তা বিকেল ৫টা ১০ মিনিট পর্যন্ত চলবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন হলের নবনিযুক্ত প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবা নাসরিন।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন চলাকালে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে সিলযুক্ত ব্যালটের একটি ব্যাগ পাওয়ার ঘটনায় ওই হলের ভোটগ্রহণ স্থগিত করার ঘোষণা দেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ।

এছাড়াও, এ ঘটনায় ওই হলের প্রাধ্যক্ষ ড. শবনম জাহানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।

উপাচার্য মো. আখতারুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, “বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ ড. শবনম জাহানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অধ্যাপক মাহবুবা নাসরিনকে নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

আরও পড়ুন:

কুয়েত মৈত্রী হলে সিলযুক্ত ব্যালট উদ্ধার, ভোটগ্রহণ স্থগিত

কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ বরখাস্ত

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

33m ago