একেবারে আইপিএল দিয়েই মাঠে ফিরছেন সাকিব
চোট থেকে সেরে উঠে নিউজিল্যান্ডে তৃতীয় টেস্টেই ফেরার একটা সম্ভাবনা ছিল সাকিব আল হাসানের। সেই লক্ষ্য নিজেকে তৈরিও করে যাচ্ছিলেন তিনি। তবে তার উন্নতি প্রত্যাশিত মাত্রায় না হওয়ায় তৃতীয় টেস্টেও থাকছেন না তিনি। বাংলাদেশের টেস্ট অধিনায়ক মাঠে ফিরবেন তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়েই।
বিপিএলের ফাইনালে আঙুলে নতুন করে চোট পান সাকিব। তাতে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি। তবে টিম ম্যানেজমেন্ট আশায় ছিল টেস্ট সিরিজের মধ্যে সেরে উঠে ফিরবেন তিনি। সাকিব নিজেও খেলায় ফিরতে ছিলেন উদগ্রীব।
তবে সোমবার ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন নিউজিল্যান্ড সফরে আর ফেরা হচ্ছে না সাকিবের, 'আমরা মেডিকেলের যে রিপোর্ট পেয়েছি তা হলো, আগামী ২০ মার্চের আগে সে (সাকিব) ফিরতে পারবেন না। তারপর তিনি ট্রেনিং করবে। পরে দেখা যাবে তখন ও কোন অবস্থায় থাকে। ।তাই নিউজিল্যান্ডে তার যাওয়ার কোন সম্ভাবনাই নেই।'
মঙ্গলবার শেষ হচ্ছে ওয়েলিংটন টেস্ট। সিরিজের শেষ টেস্ট ক্রাইশ্চচার্চে শুরু হবে ১৬ মার্চ। এদিকে ২৩ মার্চ থেকে শুরু হবে আইপিএল। সাকিবের পুনর্বাসন প্রক্রিয়া ঠিক থাকলে আইপিএলের শুরু থেকেই তাকে দেখা যেতে পারে।
নিউজিল্যান্ড সফরের পর বিশ্বকাপের আগে বাংলাদেশের খেলা আছে মে মাসে। আয়ারল্যান্ড একটি ত্রিদেশীয় সিরিজে বিশ্বকাপের প্রস্তুতি সারবে মাশরাফি মর্তুজার দল।
Comments