নুর ভিপি, রাব্বানী জিএস, সাদ্দাম এজিএস
গতকাল (১১ মার্চ) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কোটাসংস্কার আন্দোলনের নেতা এবং বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের ভিপি পদ প্রার্থী নুরল হক নুর।
ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী সংসদ মনোনীত প্যানেলের গোলাম রাব্বানী।
এছাড়াও, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের সাদ্দাম হোসেন।
আজ ভোর রাত ৩টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) মো. আখতারুজ্জামান এই ফলাফল ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী ভিপি পদ-প্রার্থী নুর পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। জিএস পদ-প্রার্থী রাব্বানী পেয়েছেন ১০ হাজার ৪৮৪ ভোট এবং এজিএস পদ-প্রার্থী সাদ্দাম পেয়েছেন ১৫ হাজার ভোট।
আরও পড়ুন:
Comments