আমরা এর চেয়ে ভালো দল: মাহমুদউল্লাহ

ভোরবেলা যারা ঘুম থেকে উঠতে পারেননি, সকালে উঠে টিভি অন করে তাদের অবাকই হতে হয়েছে হয়তো। ততক্ষণে যে খেলাই শেষ। হাতে সাত উইকেট নিয়ে মাত্র এক সেশনও টিকতে পারেনি বাংলাদেশ। বৃষ্টিতে দুদিন ভেসে যাওয়ার পরও মাত্র আড়াইদিনে হেরেছে ইনিংস ব্যবধানে। এমন ফলে ভীষণ হতাশ হলেও অধিনায়ক মাহমুদউল্লাহ মনে করেন বাস্তবে এতটা খারাপ দল নন তারা।
mahmudullah
ফাইল ছবি

ভোরবেলা যারা ঘুম থেকে উঠতে পারেননি, সকালে উঠে টিভি অন করে তাদের অবাকই হতে হয়েছে হয়তো। ততক্ষণে যে খেলাই শেষ। হাতে সাত উইকেট নিয়ে মাত্র এক সেশনও টিকতে পারেনি বাংলাদেশ। বৃষ্টিতে দুদিন ভেসে যাওয়ার পরও মাত্র আড়াইদিনে হেরেছে ইনিংস ব্যবধানে। এমন ফলে ভীষণ হতাশ হলেও অধিনায়ক মাহমুদউল্লাহ মনে করেন বাস্তবে এতটা খারাপ দল নন তারা। 

হ্যামিল্টনের মতো ওয়েলিংটনেও এক ইনিংস ব্যাট করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের ২১১ রানের জবাবে ৬ উইকেটে ৪৩২ তুলে ছেড়ে দেওয়ার পর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে গুটিয়েছে ২০৯ রানে। হার ইনিংস ও ১২ রানে। অথচ প্রথম দুদিন বৃষ্টিতে এক বলও না হওয়ায় ড্র হওয়ার আশা ছিল। 

সেই আশা সুদূরে মিলিয়ে যাওয়ার পর হতাশা লুকাননি মাহমুদউল্লাহ তবে নিজেদের এতটা খারাপ দল ভাবতেও রাজি নন তিনি, 'অবশ্যই আমরা খুবই হতাশ। আরও অনেক ভালো করা উচিত ছিল। আমরা এর চেয়ে ভালো দল। জানা ছিল, এই উইকেটে বোলারদের জন্য সহায়তা থাকবে। আমাদের উচিত ছিল আরও বেশি নিবেদন দেখানো। সামনের ম্যাচে এসবের সঙ্গে যতটা বেশি সম্ভব মানিয়ে নিতে হবে।'

আগের টেস্টের মতো এই টেস্টেও বাংলাদেশের ব্যাটসম্যানদের যম ছিলেন নিল ওয়েগনার। শরীর তাক করে ক্রমাগত মারা তার সব বাউন্সারের জবাব জানা ছিল না কারো। ওয়েগনারের বাউন্সার আর তাদের অসহায়ত্ব। মাহমুদউল্লাহর কাছে ব্যবধান গড়েছে এটাই, 'আমার মনে হয় নতুন বলে ভালোই শুরু পেয়েছিলাম। ওয়েগনার যখন মিডল অর্ডারে যখন তার বাউন্সার শুরু করল আমরা উইকেট বিলিয়ে দিয়েছি। আমাদের আরও সাহস নিয়ে খেলা লাগবে। '

'দ্বিধাধন্দে থেকে আমরা অনেক ব্যাটসম্যান আউট হয়েছি। দুনোমনো করেছি মারব কি মারব না। এই দ্বিধা থাকলে চলবে না। যদি শর্ট খেলব ভাবি তো খেলতে হবে, ছাড়ব ভাবলে ছাড়তে হবে। তৃতীয় টেস্টেও আমার মনে হয়। ব্যাটসম্যানদের দোষটাই বেশি। কারণ আড়াইদিনে আমরা দুবার অলআউট হয়েছি।'

ব্যাটসম্যানদের ব্যর্থতা আছে, তবে বাজে ফিল্ডিংয়ের দায়ও নিচ্ছেন অধিনায়ক। ডাবল সেঞ্চুরি করা রস টেইলর ২০ রানে তিন বলের মধ্যে দুবার ক্যাচ দিয়েছিলেন। সেই ক্যাচগুলো একটা নিলেও পরিস্থিতি ভিন্ন হতো বলে দাবি মাহমুদউল্লাহর,  'আমি ক্যাচ ছাড়লাম, এক বল পরই আরেকটা ক্যাচ পড়ল। ক্যাচগুলো নিতে পারলে হয়তো অন্যরকম কিছু হতে পারত। বোলাররা আরও আত্মবিশ্বাসী থাকত। ওই ভুলগুলি শোধরাতে হবে আমাদের।'

Comments

The Daily Star  | English

Age limit for govt job entry: 35yrs for men, 37 for women

A government committee has recommended raising the maximum age for applying for public service jobs to 35 years for men and 37 years for women.

10h ago