ডাকসুর ভিপি পদে পুনর্নির্বাচনের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে উপাচার্যের (ভিসি) বাসভবনের সামনে বিক্ষোভ করছে ক্ষমতাসীন দল সমর্থিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
গতকাল ডাকসু নির্বাচনে মূল সহ-সভাপতি (ভিপি) পদে কোটাসংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরু নির্বাচিত হওয়ায় আজ (১২ মার্চ) সকালে ছাত্রলীগের নেতাকর্মীরা এই বিক্ষোভ শুরু করে।
নির্বাচনকে একটি ‘প্রহসন’ হিসেবে উল্লেখ করে তারা স্লোগান দেয় এবং ভিপি পদে নতুন করে নির্বাচনের দাবি তোলে।
গতকাল অনিয়মের অভিযোগ তুলে ছাত্রলীগ ছাড়া প্রধান সংগঠনগুলোর প্যানেল নির্বাচন বর্জন করে। কিন্তু, আজ ভোররাত ৩টা ২০ মিনিটের দিকে ফলাফল ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে ছাত্রলীগ।
ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক গ্রন্থাগার সম্পাদক আলীমুল হক বলেন, “আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি সম্মানজনক শিক্ষাপ্রতিষ্ঠানে শিবিরের একজন সমর্থক নুরকে ভিপি পদে মানতে পারি না।”
তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি। বলেন, “উপাচার্যের বাসভবনে হামলার সঙ্গে নুর জড়িত ছিলো। সে ডাকসুর ভিপি হতে পারে না।”
আরও পড়ুন:
Comments