তৌহিদের ব্যাটে জিতল গাজী

মাহমুদুল হাসান জয়, আমিনুল ইসলামের দুই ফিফটি আর শামীম হোসেনের ব্যাটে শক্তিশালী গাজী গ্রুপকে আড়াইশ রানের লক্ষ্য দিতে পেরেছিল বিকেএসপি। ওই রান তাড়াতেও বিকেএসপির বোলারদের ঝাঁজে ভীষণ চাপে পড়ে গিয়েছিল গাজী গ্রুপ। মেহেদী হাসান আর তৌহিদ তারেকের ব্যাটে সেই চাপ উতরে অবশেষে জিতেছে তারা।
Touhid Tarek

মাহমুদুল হাসান জয়, আমিনুল ইসলামের দুই ফিফটি আর শামীম হোসেনের ব্যাটে শক্তিশালী গাজী গ্রুপকে আড়াইশ রানের লক্ষ্য দিতে পেরেছিল বিকেএসপি। ওই রান তাড়াতেও বিকেএসপির বোলারদের ঝাঁজে ভীষণ চাপে পড়ে গিয়েছিল গাজী গ্রুপ। মেহেদী হাসান আর তৌহিদ তারেকের ব্যাটে সেই চাপ উতরে অবশেষে জিতেছে তারা। 

ফতুল্লায় আগে ব্যাট করে বিকেএসপির করা ২৪৯ রান ৪ বল হাতে রেখে টপকে ৪ উইকেটে জিতেছে গাজী গ্রুপ। দ্বিতীয় ম্যাচে এই প্রথম জিতল গাজী। 

আড়াইশ রানের লক্ষ্যে গাজীর দুই ওপেনার রনি তালুকদার আর ইমরুল কায়েস দুজনেই ফিরিয়েছেন শুরুতেই। চারে নেমে বড় রান পাননি শামসুর রহমান, পারভেজ রসুলও ফেরেন মাত্র ১ রান করে। এক পর্যায়ে ১৪০ রানে ৫ উইকেট খুইয়ে বসে গাজী। দলের বিপর্যয়ে তখন টিকে ছিলেন মেহেদী হাসান। তার সঙ্গে যোগ দিয়ে খেলা ঘুরাতে থাকেন তৌহিদ তারেক। ৭৩ বলে ৭০ করে মেহেদী ফেরার পর জমে থাকা শঙ্কা সরান তৌহিদ। ৯৩ বলে ৭৬ রানের ইনিংসে অপরাজিত থেকে দলকে জেতান তিনি। তবে শেষ দিকে রানে বলে সমীকরণ মিলেছে আবু হায়দার রনির ক্যামিওতে। দুটি করে ছক্কা-চারে ২৪ বলে ৩২ রান করে দলকে স্বস্তি দেন রনি।  

সকালে আগে ব্যাটিং পেয়ে রাতুল খান আর জয় বিকেএসপিকে পাইয়ে দেন দারুণ শুরু। আহত হয়ে ৩৪ রান করে রাতুল মাঠ ছাড়ার পর ওয়ানডাউনে নেমে জয়ের সঙ্গে যোগ দেন আমিনুল। দুজনে দারুণ ব্যাট চালিয়ে এগিয়ে এন দলকে। দলের ১৫০ রানে গিয়ে থামেন ৮৫ করা জয়। চারে নেমে শামীম হোসেন দ্রুত ৪৪ করে ফেরার পরও থেকে যান আমিনুল। শেষ দিকের ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে স্কোরকে আরো বড় অবস্থায় নিতে পারেনি তারা।

সংক্ষিপ্ত স্কোর:  

বিকেএসপি :
৫০ ওভারে ২৪৯/৭ (রাতুল ৩৪, জয় ৮৫, আমিনুল ৬৩*, শামীম ৪৪, আকবর ৩, পারভেজ ১, কাইয়ুম ৩, সুমন ১, মাকিদুল ২ ;  রুহেল ০/২৮, আবু হায়দার ২/৪৬,  মেহেদী ০/৪৭, কামরুল ২/৫২, পারভেজ ০/৩৫, নাসুম ১/৩৫)

গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৪৮.৩ ওভারে ২৫২/৬:  (রনি ১৫, ইমরুল ৪, মেহেদী ৭০, শামসুর ২৩, পারভেজ ১, তৌহিদ ৫৬*, সামসুল ১৫, আবু হায়দার ৪*; মুকিদুল ২/৪১, নাসের ০/২৬, সুমন ১/২৯, কাইয়ুম ০/৩৭, হাসান ৩/৩২ শামীম ০/৩২) 

ফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ৪ উইকেটে জয়ী। 

ম্যান অব দ্য ম্যাচ: তৌহিদ তারেক।  

Comments

The Daily Star  | English
Bangladesh Bank's steps to build up forex reserves

No limit on cash withdrawals from tomorrow

Bangladesh Bank (BB) has lifted a limit on cash withdrawals from banks in view of overall improvements in law and order.

14m ago