১৫ মিনিটে কলেরা নির্ণয়

রাজধানীর আইসিডিডিআর,বির বিজ্ঞানী ও বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপটা ফার্মাসিউকিক্যালস এর যৌথ প্রচেষ্টায় তৈরি করা হয়েছে কম মূল্যে কলেরা নির্ণয়ের যন্ত্র। যার মাধ্যমে মাত্র ১৫ মিনিটেই কলেরা নির্ণয় করা যাবে।
Cholkit
কলেরা নির্ণয়ের যন্ত্র কলকিল। এই যন্ত্রের মাধ্যমে ১৫ মিনিটে কলেরা নির্ণয় করা যাবে। ছবি: সংগৃহীত

রাজধানীর আইসিডিডিআর,বির বিজ্ঞানী ও বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপটা ফার্মাসিউকিক্যালস এর যৌথ প্রচেষ্টায় তৈরি করা হয়েছে কম মূল্যে কলেরা নির্ণয়ের যন্ত্র। যার মাধ্যমে মাত্র ১৫ মিনিটেই কলেরা নির্ণয় করা যাবে।

কলকিট নামের এই যন্ত্রটির মাধ্যমে কলেরা নির্ণয়ে সৃষ্টি হয়েছে নতুন আশা। যদি বাণিজ্যিকভাবে যন্ত্রটি উৎপাদন করা যায় তাহলে আমদানিকৃত যন্ত্রের ওপর নির্ভরতা কমার পাশাপাশি দেশে উৎপাদিত যন্ত্রগুলো বিদেশে রপ্তানি করা যাবে বলে জানান সংশ্লিষ্ট বিজ্ঞানীরা।

আইসিডিডিআর,বির সংক্রামক রোগ বিভাগে কর্মরত এবং কলকিট প্রকল্পের প্রধান বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী বলেন, “বর্তমানে কলেরা নির্ণয়ে সংগৃহীত মলের নমুনা ল্যাবরেটরিতে নিয়ে আমদানিকৃত যন্ত্রের মাধ্যমে দ্রুত পরীক্ষা করা হয়।”

সারাবিশ্বে ১০০ কোটির বেশি মানুষ কলেরায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। তাদের একটি বিশাল অংশ দক্ষিণ এশিয়ার বাসিন্দা। ফলে, নতুন আবিষ্কৃত যন্ত্রটি রপ্তানি করার সুযোগ রয়েছে বলেও জানানো হয়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো বাংলাদেশে ৬ কোটির বেশি মানুষ কলেরায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। ফলে কলকিট যন্ত্রটি দেশবাসীর জন্যে আশীর্বাদ হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

গতকাল (১২ মার্চ) আইসিসিডিডিআরবির দেওয়া তথ্যে জানা যায়, দেশে প্রতিবছর ১ লাখের বেশি মানুষ কলেরায় আক্রান্ত হওয়ার খবর আসে।

(সংক্ষেপিত, পুরো রিপোর্ট পড়তে নিচের ইংরেজি লিংকে ক্লিক করুন)

Detecting cholera in 15 minutes

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

9h ago