এরকম ম্যাচ জেতাতেই তো আমাকে নিয়েছে জুভেন্টাস: রোনালদো

রিয়াল মাদ্রিদে থাকতে অনেকবারই চ্যাম্পিয়ন্স লিগের নক আউট রাউন্ডে বাজিমাত করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দলের যখন ভীষণ দরকার, তখনই ডাকাবুকো কোন পারফরম্যান্স করে মাত করেছেন আসর। জুভেন্টাসের হয়ে এবার এমন এক ম্যাচ জেতানোর পর রোনালদো বললেন, তাকে তো দলে নেওয়াই হয়েছে এমন ম্যাচই জেতাতে।
Ronaldo
ছবি: রয়টার্স

রিয়াল মাদ্রিদে থাকতে অনেকবারই চ্যাম্পিয়ন্স লিগের নক আউট রাউন্ডে বাজিমাত করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দলের যখন ভীষণ দরকার, তখনই ডাকাবুকো কোন পারফরম্যান্স করে মাত করেছেন আসর। জুভেন্টাসের হয়ে এবার এমন এক ম্যাচ জেতানোর পর রোনালদো বললেন, তাকে তো দলে নেওয়াই হয়েছে এমন ম্যাচই জেতাতে।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি পর্বের লড়াইয়ে পিছিয়ে থেকেই শুরু করেছিল ইতালিয়ান জায়ান্টরা। শেষ আট নিশ্চিত করতে কমপক্ষে তিন গোলের ব্যবধানে জেতা দরকার ছিল তাদের। রোনালদো ঝলকে হয়েছেও সেটাই। অসাধারণ হ্যাটট্রিক করে ৩-০ গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েছেন। ঘরের মাঠের এমন জয়ে ৩-২ গোলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রোনালদোর দল জুভেন্টাস।

ম্যাচ শেষে ইতালিয়ান এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে রোনালদো জানিয়েছেন নিজের উচ্ছ্বাসের কথা,  ‘পরের রাউন্ডে যেতে হলে আমাদের দারুণ কিছু করতেই হতো। আমরা তেমনটিই করতে পেরেছি। শুধু আমার গোলের জন্য না, দলের জন্যও ভীষণ খুশি।’

এরপরই রোনালদো বলেছেন আসল কথা।  দুনিয়ার সেরা ফুটবলারদের একজন তিনি। এরকম ভাইটাল ম্যাচ জেতাতেই যে তার মতো তারকাকে দলে নিয়েছে জুভেন্টাস সেটাও টের পেয়েই নাকি তার কাজের কাজটা করা,  'সম্ভবত এ কারণেই (বড় ম্যাচ জেতাতে) জুভেন্টাস আমাকে দলে নিয়েছিল। আমি কেবল নিজের কাজটা করেছি। এটা  ছিল স্বপ্নের মত এক রাত, আমরা সবাই ভীষণ গর্বিত।’

 

Comments

The Daily Star  | English

Chief adviser meets cricketers after 'historic success' in Pakistan

Asif Mahmud Shojib Bhuyain, adviser to the ministry of youth and sports, hailed the players for bringing success at a difficult time

3h ago