বায়ার্নকে উড়িয়ে শেষ আটে লিভারপুল
ঘরের মাঠে বায়ার্ন মিউনিখকে হারাতে পারেনি লিভারপুল। তাই প্রতিপক্ষের মাঠে গিয়ে ছিল কঠিন ম্যাচ জেতার চ্যালেঞ্জ। অথচ অল রেডসদের জন্য কঠিন হয়নি তেমন কিছু। বায়ার্নের মাঠে গিয়ে বায়ার্নকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়নন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংলিশ জায়ান্টরা।
বুধবার রাতে শেষ ষোলোর ফিরতে পর্বে ৩-১ গোলে জিতেছে লিভারপুল। দলের হয়ে জোড়া গোল করেন সাদিও মানে। অন্য গোল এসেছে ভার্জিল ফন ডাইকের কাছ থেকে।
এর আগে অ্যানফিল্ডে দুদলের প্রথম লেগ হয়েছিল গোল শূন্য ড্র। কাজেই এই ম্যাচের সমীকরণ ছিল সরল। যে কাউকে জিতলেই হতো মীমাংসা।
খেলার শুরুতে অবশ্য বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বায়ার্ন। নিজেদের মাঠের সুবিধা নিয়ে গুছিয়েও নিয়েছিল তারা। ম্যাচে প্রভাব আনতে কিছুটা সময় নেয় লিভারপুল। ধীরে ধীরে আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠে খেলা। ২৬ মিনিটে গিয়ে তেমন এক আক্রমণ থেকে দলকে এগিয়ে নেন মানে।
মধ্য মাঠ থেকে ফন ডাইকের উড়ন্ত বল ধরে দারুণ স্কিলের ঝলক দেখিয়ে এগিয়ে গিয়ে গোলরক্ষক ম্যান্যুয়েল নয়ারকে ফাঁকি দিয়ে জালে জড়ান মানে।
৩৯ মিনিটে লিভারপুলের জোয়াল মাতিপ নিজেদেরই জালে বল জড়িয়ে দিলে সমতায় ফেরে বায়ার্ন। বিরতির পর ধার বাড়িয়ে সাফল্য আসে লিভারপুলের। ৬৯ মিনিটে গোল করেন ফন ডাইক। ৭৫ মিনিটে সুযোগ হাতছাড়া করেন মোহামেদ সালাহ।
তবে ব্যবধান আরও বাড়িয়ে নেন মানে। ৮৪ মিনিটে দুর্দান্ত হেডে ম্যাচ থেকে ছিটকে দেন বায়ার্ন মিউনিখকে।
Comments