নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সোহেল মিয়া (২৭) নামে এক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেছে বলে পুলিশের ধারণা। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
আজ (১৪ মার্চ) সকালে উপজেলার তাওরা এলাকা থেকে ওই লাশ উদ্ধার করার পর পুলিশ তা ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত সোহেল মিয়া একই এলাকার মজিবুর রহমানের ছেলে। সে রূপগঞ্জের ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাদশা মিয়া জানান, ১৩ মার্চ রাত ৯টায় তাওরা বাজার থেকে বাড়ি ফিরছিলো সোহেল। রাস্তায় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এলাকাবাসী খবর দিলে আজ সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান জানান, কিছুদিন আগে সোহেলের নামে একটি চাঁদাবাজির মামলা হয়। ধারণা করা যাচ্ছে ওই মামলা ও পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সোহেলকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় সন্দেহজনকভাবে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, এছাড়াও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Comments