এনামুলের সেঞ্চুরিতে রূপগঞ্জকে গুঁড়িয়ে দিল প্রাইম ব্যাংক

বোলারদের সম্মিলিত প্রয়াসে লিজেন্ড অব রূপগঞ্জকে অল্প রানে আটকে রেখেছিল প্রাইম ব্যাংক। মামুলি রান তাড়ায় অধিনায়ক এনামুল হক বিজয়ের ব্যাটে ম্যাচ হয়ে যায় একপেশে। অপরাজিত সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন এই ওপেনার।
সাকিবের জায়গায় আনামুল হক বিজয়
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

বোলারদের সম্মিলিত প্রয়াসে লিজেন্ড অব রূপগঞ্জকে অল্প রানে আটকে রেখেছিল প্রাইম ব্যাংক। মামুলি রান তাড়ায় অধিনায়ক এনামুল হক বিজয়ের ব্যাটে ম্যাচ হয়ে যায় একপেশে। অপরাজিত সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন এই ওপেনার।

বৃহস্পতিবার বিকেএসপিতে টস হেরে আগে ব্যাট করতে গিয়ে মাত্র ১৬৩ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ। ওই রান তাড়ায় ১১১ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তিন ম্যাচে প্রাইমের এটি দ্বিতীয় জয়। সমান ম্যাচ খেলে প্রথম হারের দেখা পেল রূপগঞ্জ।

১৬৪ রানের মামুলি রান তাড়ায় উদ্বোধনী জুটিতেই ১২৫ রান তুলে ফেলে প্রাইম। ৬১ বলে ৪৪ করা রুবেলের আউটে ভাঙে এই জুটি। বাকি কাজটা ভারতীয় সুদীপ চ্যাটার্জিকে নিয়ে সারেন এনামুল। লিস্ট-এ ক্রিকেটে নিজের দশম সেঞ্চুরি  ১২ চার আর দুই ছক্কা মারেন এনামুল।  দলকে জিতিয়ে ১১১ বলে ঠিক ১০০ রানে অপরাজিত থাকেন তিনি।

এর আগে সকালে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ে পড়ে রূপগঞ্জের ইনিংস। একশোতে যাওয়ার আগেই তারা হারায় পাঁচ উইকেট। বাকি পাঁচ উইকেট পড়েছে আরও ৬৩ রান যোগ করে। দলের চরম বিপর্যয়ের মধ্যে কেবল হাল ধরেছেন ওপেনার মোহাম্মদ নাঈম আর উইকেটরক্ষক জাকের আলি অনিক। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করে আগের ম্যাচে সেঞ্চুরি করা নাঈম। জাকের করেন ৪৭ রান।

প্রাইমের পাঁচ বোলার মোহর শেখ, আল আমিন হোসেন, আরিফুল হক, অলক কাপালী আর আব্দুর রাজ্জাক প্রত্যেকেই পান ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

লিজেন্ড অব রূপগঞ্জ: ৪৬.১ ওভারে ১৬৩ (আজমির ০, নাঈম ৫২, নাফীস ১, নাঈম ১৫, আসিফ ১২, ধাওয়ান ১৩, জাকের ৪৭, মুক্তার ১, আসিফ ১১, শহিদ ৩, নাবিল ০; মোহর ২/১৪, আল-আমিন ২/৪৮, আল-আমিন জুনিয়র ০/২৬, আরিফুল ২/৩৮, রাজ্জাক ২/২৫, কাপালী ২/১২)

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৩১.৩ ওভারে ১৬৬/১  (এনামুল ১০০*, রুবেল ৪৪, সুদীপ ১৫*; শহীদ ০/২১, নাবিল ১/৩৬, ০/৪৪, ধাওয়ান ০/২৮, নাঈম ০/২০, আজমির ০/৯, আসিফ ০/৬)

ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৯ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: এনামুল হক বিজয়।

Comments

The Daily Star  | English

Country must be back in business without delay

Amid worker unrest and insecurity in the industrial sector, entrepreneurs and bankers have urged the new administration to focus on rebuilding confidence in the economy.

1h ago