ভুটানকে হারিয়ে সেমি-ফাইনালে বাংলাদেশ

ছবি: সংগ্রহীত

হারলে সম্ভাবনা টিকে থাকতো। তবে জিতলেই সেমি-ফাইনাল নিশ্চিত। এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালের টিকেট কেটেছে বাংলাদেশ দল। ভুটানকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

টানা দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলো ভুটান। এর আগে স্বাগতিক নেপালের কাছে ৩-০ গোলে হেরেছিল দলটি। ফলে এক ম্যাচ খেলেই তাদেরকে হারিয়ে শেষ চারে পৌঁছায় বাংলাদেশ।

নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গসালা স্টেডিয়ামে প্রথমার্ধে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি বাংলাদেশ। একাদশ মিনিটে ভালো সুযোগ পেয়েছিলেন সিরাত জাহান স্বপ্না। কিন্তু তার শট ক্রসবারের ওপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। ৩০তম মিনিটে সাবিনা খাতুনের দূরপাল্লার শটও ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। মিনিট ছয় পর আবার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু গোলরক্ষক বরাবর শট নিলে নষ্ট হয় সে সুযোগ।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত গোল পায় বাংলাদেশ। কর্নার থেকে উড়ে আসা বল ডি-বক্সের ঠিকভাবে ফেরাতে পারেননি প্রতিপক্ষের এক খেলোয়াড়। তার হেড থেকে জটলায় বল পেয়ে লক্ষ্যভেদ করেন মৌসুমী।

৮২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতো বাংলাদেশ। তহুরা খাতুনের বাড়ানো বল পেয়ে দারুণ শট নিয়েছিলেন স্বপ্না। তবে তার শট ঝাঁপিয়ে পড়ে ফেরান গোলরক্ষক সঙ্গিতা মনগের। তিন মিনিট পর অবশ্য আটকাতে পারেননি তিনি। ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। একক প্রচেষ্টায় একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন সাবিনা।

এ নিয়ে সাফে ভুটানের বিপক্ষে তৃতীয় জয় পেল বাংলাদেশ। আর সব মিলিয়ে তাদের বিপক্ষে অষ্টম জয়। বাংলাদেশের জয়ে নেপালেরও সেরা চার নিশ্চিত হয়েছে। আগামী শনিবার ‘এ’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে দলদুটি।

Comments

The Daily Star  | English

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

1h ago