আঁখির নতুন লুকের সন্ধান

সংগীতশিল্পী আঁখি আলমগীর আবার নতুন গান নিয়ে হাজির হচ্ছেন শ্রোতাদের সামনে। গানটিতে একেবারে নতুন লুকে দেখা যাবে তাকে। তার সেই চমক দেওয়া গানের নাম ‘ল্যায়লা’।
Akhi Alamgir
সংগীতশিল্পী আঁখি আলমগীর। ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী আঁখি আলমগীর আবার নতুন গান নিয়ে হাজির হচ্ছেন শ্রোতাদের সামনে। গানটিতে একেবারে নতুন লুকে দেখা যাবে তাকে। তার সেই চমক দেওয়া গানের নাম ‘ল্যায়লা’।

প্রসেনজিত মুখার্জীর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অম্লান চক্রবর্তী। ভিডিও নির্মাণে রয়েছেন কলকাতার টিভিওয়ালা মিডিয়া। ভিডিওটি পরিচালনা করেছেন রাহুল ঘোষ। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।

আঁখি আলমগীর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “অনেকদিন পর নিজের একক গান প্রকাশিত হচ্ছে। দীর্ঘ একটা বিরতি দিয়ে পরিকল্পনা করে এই মিউজিক ভিডিওটি তৈরি করেছি। অন্য গানগুলো থেকে ‘ল্যায়লা’ গানে আমার আবেদনটা একটু ভিন্নই।”

“সম্পূর্ণ নতুন রূপে আমি হাজির হচ্ছি শ্রোতা-দর্শকদের সামনে” উল্লেখ করে তিনি বলেন, “তাই এই গান ও ভিডিও দুটিই শ্রোতাদের কাছে দারুণ সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস।”

আজ (১৪ মার্চ) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটি। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

Comments

The Daily Star  | English

Metro rail services on Agargaon-Motijheel route suspended

However, train movement from Uttara North to Agargaon section is normal

12m ago