নিউজিল্যান্ডের মসজিদে হামলায় ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

নিউজিল্যান্ডে দু’টি মসজিদে গুলি চালিয়ে অনেক লোক হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা অর্ডেনের কাছে পাঠানো এক শোকবার্তায় এ ঘটনায় হতাহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন তিনি।
PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাসস ফাইল ছবি

নিউজিল্যান্ডে দু’টি মসজিদে গুলি চালিয়ে অনেক লোক হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা অর্ডেনের কাছে পাঠানো এক শোকবার্তায় এ ঘটনায় হতাহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন তিনি।

আজ (১৫ মার্চ) জুমার নামাজ আদায়কালে একাধিক হামলায় বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী জাসিন্দা অর্ডেন এই ঘটনাকে ‘নিউজিল্যান্ডের অন্ধকারতম দিন’ হিসেবে বর্ণনা করেছেন।

হামলার সময় সেন্ট্রাল ক্রাইস্টচার্চের মসজিদ আল-নূরে মুসল্লিদের অনেক ভিড় ছিলো। ক্রাইস্টচার্চের উপশহর লিনউডে দ্বিতীয় আরেকটি মসজিদেও হামলা চালানো হয়েছে।

সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে এবং ২০ জনেরও বেশি লোক আহত হয়েছেন। সাউথ আইল্যান্ডের এই নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে।

আরও পড়ুন:

নিউজিল্যান্ডের ২ মসজিদে হামলায় নিহত ৪৯: পুলিশ কমিশনার

আমাদের দেশে এলে যে নিরাপত্তা দেই, আমরা সেটা পাই না: বিসিবি প্রধান

দ্রুত দেশে ফিরিয়ে আনা হচ্ছে ক্রিকেটারদের

নিউজিল্যান্ডের মসজিদে হামলায় অন্তত ২ বাংলাদেশি নিহত

নিউজিল্যান্ডের মসজিদে হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০

ক্রাইস্টচার্চে হামলার ঘটনায় আইসিসির শোক প্রকাশ

মসজিদে গুলি চালানোর দৃশ্য ‘লাইভ’ করে হামলাকারী

রক্তাক্ত মহিলা সতর্ক না করলে সর্বনাশ হয়ে যেত ক্রিকেটারদের

সিনেমার মতো সে ঘটনার পূর্ণ বিবরণ দিলেন পাইলট

ভীতিকর পরিস্থিতিতে তামিমরা, ভাগ্যবান বলেই বেঁচেছেন

তামিমের মেসেজে যেন প্রাণ ফিরে পেলেন স্ত্রী আয়েশা

ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ঘটনায় টেস্ট বাতিল

Comments

The Daily Star  | English

Central bank not blocking any business accounts: Governor 

BB is not blocking or interfering with the accounts of any businesses, regardless of their political affiliations, said BB Governor Ahsan H Mansur

33m ago