নিউজিল্যান্ডের হামলা নিয়ে মন্তব্য করায় তোপের মুখে অস্ট্রেলীয় সিনেটর

Fraser Anning
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সিনেটর ফ্র্যাশার অ্যানিং। ছবি: নিউজিল্যান্ড হেরাল্ডের সৌজন্যে

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলা নিয়ে মন্তব্য করতে গিয়ে তোপের মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সিনেটর ফ্র্যাসার অ্যানিং।

আজ (১৫ মার্চ) এক বার্তায় অস্ট্রেলীয় সিনেটর এই হত্যাকাণ্ডের বিরোধিতা করে এর যৌক্তিক কারণও তুলে ধরার চেষ্টা করেছেন।

তিনি বলেন, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় “মুসলমানদের সংখ্যা প্রতিনিয়ত বাড়তে থাকায় ভয়ের সৃষ্টি হয়েছে।”

স্থানীয় সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড জানায়, দেশটির অভিবাসন নীতিকেই সিনেটর ফ্র্যাসার এই হত্যাকাণ্ডের মূল কারণ বলে দাবি করেন।

বার্তায় সিনেটর আরও বলেন, “প্রতিবারের মতো আজকের হামলার জন্যে বামপন্থি দলগুলো এবং গণমাধ্যম দোষ চাপাবে অস্ত্র আইনের ওপর।” তিনি এ বিষয়টিকে ‘পাগলের প্রলাপ’ হিসেবেও আখ্যা দেন।

তিনি মনে করেন, উদার অভিবাসন নীতির কারণে কট্টরপন্থি মুসলমানরা প্রথমেই নিউজিল্যান্ডে চলে আসেন।

তবে সিনেটরের এই মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

টুইটারে এক বার্তায় এক ব্যক্তি লিখেছেন, “কিন্তু, আমরাতো কিছু সিনেটর এবং সন্ত্রাসের মধ্যে সম্পর্ক দেখছি।”

অপর একজন লিখেছেন, “ফ্র্যাসার অ্যানিং মনের দিক থেকে খারাপ মানুষ। কুৎসিত…।”

“আপনি এক কথায় ভয়ঙ্কর,” লিখেছেন আরও একজন।

সামাজিক যোগাযোগ-মাধ্যমে তুলোধুনো হওয়ার পর সিনেটর ফ্র্যাসার নেমেছেন নিজের কথার পক্ষে। এক পৃথক টুইটার বার্তায় তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, “ইসলামপন্থি সন্ত্রাসীদের হামলার” কথা।

আরও পড়ুন: 

নিউজিল্যান্ডে হামলায় ৩ বাংলাদেশি নিহত: অনারারি কনসাল

নিউজিল্যান্ডের ২ মসজিদে হামলায় নিহত ৪৯: পুলিশ কমিশনার

'আমার ভাইয়েরা রক্ষা পেয়েছে', শোকস্তব্ধ হয়েও সাকিবের স্বস্তি

কালই দেশের বিমান ধরছে বাংলাদেশ দল

আমাদের দেশে এলে যে নিরাপত্তা দেই, আমরা সেটা পাই না: বিসিবি প্রধান

ক্রাইস্টচার্চে হামলার ঘটনায় আইসিসির শোক প্রকাশ

মসজিদে গুলি চালানোর দৃশ্য ‘লাইভ’ করে হামলাকারী

রক্তাক্ত মহিলা সতর্ক না করলে সর্বনাশ হয়ে যেত ক্রিকেটারদের

সিনেমার মতো সে ঘটনার পূর্ণ বিবরণ দিলেন পাইলট

ভীতিকর পরিস্থিতিতে তামিমরা, ভাগ্যবান বলেই বেঁচেছেন

তামিমের মেসেজে যেন প্রাণ ফিরে পেলেন স্ত্রী আয়েশা

ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ঘটনায় টেস্ট বাতিল

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

7h ago