নিউজিল্যান্ডে হামলায় ৩ বাংলাদেশি নিহত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আজ শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজের সময় দুই মসজিদে বন্দুকধারীর হামলায় নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান ভুঁইয়া।
shoot
১৫ মার্চ ২০১৯, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে সন্ত্রাসী হামলার পর হতাহতদের ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করছেন উদ্বিগ্ন স্বজনেরা। ছবি রয়টার্স

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আজ শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজের সময় দুই মসজিদে বন্দুকধারীর হামলায় নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান ভুঁইয়া।

ইউএনবিকে তিনি বলেন, নিহতদের মধ্যে দুজন হলেন- স্থানীয় লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবদুস সামাদ ও তার স্ত্রী। নিহত আরেকজন হলেন- গৃহবধূ হোসনে আরা ফরিদ।

নিহত ড. সামাদ বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন।

শফিকুর রহমান ভুইয়া আরও জানান, মসজিদে হামলার ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর। এছাড়া গোলাগুলির ঘটনার পর থেকে এক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন জানিয়েছেন, মসজিদে হামলার ঘটনায় অন্তত ৪০ জন নিহত ও ২০ জন গুরুতর আহত হয়েছেন।

ভয়াবহ হামলার ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান নিউজিল্যান্ডে সফররত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। এই হামলার পর নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যেকার তৃতীয় ও শেষ টেস্ট বাতিল করা হয়।

বাংলাদেশের অনারারি কনসাল জানান, ‘আমরা যত দ্রুত সম্ভব খেলোয়াড়দের দেশে পাঠানোর ব্যবস্থা করছি।’

আরও পড়ুন: 

নিউজিল্যান্ডের ২ মসজিদে হামলায় নিহত ৪৯: পুলিশ কমিশনার

নিউজিল্যান্ডের হামলা নিয়ে মন্তব্য করায় তোপের মুখে অস্ট্রেলীয় সিনেটর

'আমার ভাইয়েরা রক্ষা পেয়েছে', শোকস্তব্ধ হয়েও সাকিবের স্বস্তি

'ভাই এখানে গুলি চলছে, আমাদের বাঁচান', বলছিলেন তামিম

কালই দেশের বিমান ধরছে বাংলাদেশ দল

আমাদের দেশে এলে যে নিরাপত্তা দেই, আমরা সেটা পাই না: বিসিবি প্রধান

ক্রাইস্টচার্চে হামলার ঘটনায় আইসিসির শোক প্রকাশ

রক্তাক্ত মহিলা সতর্ক না করলে সর্বনাশ হয়ে যেত ক্রিকেটারদের

সিনেমার মতো সে ঘটনার পূর্ণ বিবরণ দিলেন পাইলট

ভীতিকর পরিস্থিতিতে তামিমরা, ভাগ্যবান বলেই বেঁচেছেন

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago