বিবৃতি দিয়ে অনিয়মের অভিযোগ অস্বীকার করল ঢাবি কর্তৃপক্ষ
সদ্য সমাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ উঠেছে তা বিবৃতি দিয়ে অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ইতোপূর্বে ক্যাম্পাসে লাশের রাজনীতি করার পরিকল্পনা করা হয়েছিল উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, যারা ক্যাম্পাসে সহিংসতা ও বড় ধরনের অনভিপ্রেত ঘটনার জন্ম দিয়ে বিশ্ববিদ্যালয়ে তথা দেশে অশান্ত ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে হীন রাজনৈতিক স্বার্থ হাসিলের সুযোগ খুঁজছিলেন, তাদের উদ্দেশ্য ঢাকাবিশ্ব বিদ্যালয়ের মূল্যবোধ ধারণকারী শিক্ষার্থীরা পূরণ হতে দেয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও বলেছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে অপরাজনীতির দৃষ্টিভঙ্গিতে কোনো কোনো মহল/ব্যক্তি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য উপাত্ত যাচাই-বাছাই ছাড়াই ধারাবাহিকভাবে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মনগড়া মন্তব্য ও ব্যাখ্যা প্রদান করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন, সর্বোপরি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছেন, যা কোনোক্রমেই কাম্য হতে পারে না।
তবে ভোটের দিন যেসব অনিয়মের ঘটনা সামনে এসেছিল তাকে ‘বিচ্ছিন্ন দু’একটি ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়েছে জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এই বিবৃতিতে।
উল্লেখ্য, এই নির্বাচনের ঘোষিত ফল অনুযায়ী, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা ভিপিসহ ডাকসুর দুটি পদে নির্বাচিত হয়েছেন। এর বাইরে ২৫টির মধ্যে ২৩টি পদেই জয় পেয়েছে সরকারি দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
Press Release (DUCSU DU Sta... by on Scribd
১১ মার্চ সকাল ৮টায় ডাকসুর ভোটগ্রহণ শুরু হওয়ার আগ থেকেই নানা অনিয়মের অভিযোগ উঠতে শুরু করে। প্রচুর পরিমাণে সিল মারা ব্যালট পেপার শিক্ষার্থীরা উদ্ধার করার পর কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরিয়েও দেওয়া হয়। এছাড়া রোকেয়া হলে দুটি ট্রাঙ্ক থেকেও সাদা ব্যালট পেপার উদ্ধার করা হয়। ছাত্র হলগুলোতে অনাবাসিক শিক্ষার্থীদের ভোট দিতে বাধা দেওয়া, ভোটারদের সারিতে জটলা তৈরি করে প্রতিবন্ধকতা সৃষ্টির মতো অভিযোগ পাওয়া যায় ছাত্রলীগের বিরুদ্ধে। সেই সঙ্গে প্রার্থীদের মারধর করার মতোও ঘটনাও ঘটেছে ২৮ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনকে কেন্দ্র করে।
এসব অভিযোগে ছাত্রলীগ বাদে প্রায় সব প্রার্থী এই নির্বাচন বর্জন করার ঘোষণা দিয়ে পুনর্নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।
Comments